Malda: ছাগলের মুখ বেঁধে ‘সেক্সের’ চেষ্টা, হাড়হিম ঘটনা এই বাংলায়

Malda: ঘটনার কথা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তাঁর পরিবারের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে বলে অভিযোগ। চারজন আহত হন। আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

Malda: ছাগলের মুখ বেঁধে সেক্সের চেষ্টা, হাড়হিম ঘটনা এই বাংলায়
ছাগল নিয়ে থানায় হাজির পরিবারের লোকজনImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 24, 2025 | 9:45 PM

মালদহ: মাঠে ছাড়া ছিল ছাগল। সেই ছাগলের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগ। বাধা দেওয়ায় হামলা চালাল অভিযুক্ত। হামলায় মহিলা-সহ চারজন আহত হয়েছেন। ঘটনার পর ছাগলকে নিয়ে থানায় হাজির হন মালিক। ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের হরিশ্চন্দ্রপুরে।

জানা গিয়েছে, সোমবার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরোল বাজার এলাকায় এক ব্যক্তি তাঁর ছাগলকে মাঠে ছেড়ে যান। কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তখন একটি জায়গায় ছাগলের গোঙানির আওয়াজ শুনে দাঁড়িয়ে যান। ছাগল মালিকের অভিযোগ, তিনি দেখেন যে, স্থানীয় এক যুবক গামছা দিয়ে ছাগলের মুখ বেঁধে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়।

ঘটনার কথা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তাঁর পরিবারের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে বলে অভিযোগ। চারজন আহত হন। আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর ছাগলকে নিয়েই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক। এই ধরনের ঘটনা সামনে আসতে তাজ্জব সকলে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কখনও এই ধরনের অভিযোগের কথা তাঁরা শোনেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করেনি তারা।