Malda: ‘পাপড় দিতে দেরি কেন?’, কড়াইয়ের গরম তেল বিক্রেতার গায়ে ঢালল মদ্যপ ক্রেতা

Malda: স্থানীয় বাসিন্দারা বলছেন, পাপড় কেনার জন্য ভিড় ছিল। ফলে পাপড় দিতে দেরি হচ্ছিল। তাতেই রেগে যান খগেন। কড়াইয়ের গরম তেল পুরো ঢেলে দেন সুধীরবাবুর উপর। আক্রান্তের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

Malda: পাপড় দিতে দেরি কেন?, কড়াইয়ের গরম তেল বিক্রেতার গায়ে ঢালল মদ্যপ ক্রেতা
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 23, 2025 | 7:58 PM

মালদহ: মেলায় পাপড় বিক্রি করেন। তাতেই চলে সংসার। কিন্তু, সেই পাপড় বিক্রি করতে গিয়ে যে প্রাণ সংশয়ে পড়বে, তা ভাবেননি সুধীর দাস। এক মদ্যপ ক্রেতা তাঁর গায়ে পাপড় গরম করার কড়াই ভর্তি ফুটন্ত তেল ঢেলে দিলেন। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে ওল্ড মালদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায়। খগেন মণ্ডল নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জামতলা এলাকায় মনসা পুজোর মেলা বসে। সেখানে পাপড় বিক্রি করতে গিয়েছিলেন নেতাজি পল্লির বাসিন্দা সুধীর দাস। প্রতিদিনের মতো এদিনও মেলায় পাপড় বিক্রি করছিলেন। অভিযোগ, স্থানীয় বাসিন্দা খগেন মণ্ডল নেশাগ্রস্ত অবস্থায় এসে পাপড় কিনতে চান। সেইসময় দু’জনের কথা কাটাকাটি শুরু হয়। আচমকাই গরম তেলের কড়াই তুলে সুধীরবাবুর উপর ঢেলে দেন খগেন। গুরুতরভাবে দগ্ধ হন পাপড় বিক্রেতা। চিৎকার শুনে মেলার অন্যরা ছুটে এসে আহত সুধীরকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পাপড় কেনার জন্য যথেষ্ট ভিড় ছিল। ফলে পাপড় দিতে দেরি হচ্ছিল। তাতেই রেগে যান খগেন। কড়াইয়ের গরম তেল পুরো ঢেলে দেন সুধীরবাবুর উপর। আক্রান্তের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। আক্রান্তের স্ত্রী মালতী দাস বলেন, “আমরা স্বামী-স্ত্রী এই পাপড়ের দোকান দিয়েই সংসার চালাই। আমার স্বামী কখনও কারও সঙ্গে ঝগড়া করেন না। মদ খেয়ে এসে আমার স্বামীর কাছে পাপড় চেয়েছিল। আমার স্বামী ছাড়া কেউ নেই। আমার স্বামীকে সুস্থ ফেরত চাই।”

এই ঘটনার পর সুধীর দাসের পরিবার মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত খগেন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।