
মালদহ: ক্রমেই যেন দুষ্কৃতীদের স্বর্গারাজ্য হয়ে উঠছে মালদহ। বিগত কয়েক মাসে একের পর এক খুন ধর্ষণের ঘটনা সামনে আসতেই বিরোধীরা শাসককে বিঁধছে এই লাইনেই। এরইমধ্যে বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায় ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল। পরিবারের অনুমান কেউ বা কারা যৌন নির্যাতনের পরেই খুন করে ফেলে রেখে গিয়েছে ওই জমিতে। মহিলার গলায় ধারাল অস্ত্রের দাগও রয়েছে বলে খবর। দেহ উদ্ধারের পর থেকেই ব্যাপক উত্তেজনা এলাকায়।
সূত্রের খবর, এদিন দুপুরে ওই মহিলা নিজেদের জমি দেখতে এসেছিলেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোক খোঁজাখুঁজিও শুরু করে। এরইমধ্যে গ্রামের কয়েক জন ভুট্টা ক্ষেতের একদম গভীরে এক মহিলার অর্ধনগ্ন দেহ দেখতে পান। তাঁরা এলাকায় খবর দিলে বাড়তে থাকে ভিড়। এদিকে ততক্ষণে ফোন গিয়েছে নিখোঁজ মহিলার দাদার কাছে। তিনি এসে দেহটি তাঁর বোনের বলে শনাক্ত করেন।
মৃতার দাদা বলছেন, ‘গ্রামবাসীরাই আমাকে ফোন করে জানায়। এসে দেখি বোনের দেহ। বাবার অসুস্থতার খবর পেয়ে দিন তিনেক আগে ও শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি এসেছিল। এখানেই ছিল। সঙ্গে দুই ছেলেমেয়েও ছিল। আজ দুপুরে জমি দেখতে বের হয়। তারপর আর ফেরেনি।’ খবর যায় পুলিশের কাছেও। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। চলছে তদন্ত।