
মালদহ: সাত সকালে দুই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের কৃষ্ণপল্লী এলাকায়। মা ও মেয়ের দেহ উদ্ধার হল রেল লাইনের ধার থেকে। শুক্রবার সকালে নিত্যযাত্রীরা রেল লাইনের ধারে গিয়ে ওই দৃশ্য দেখতে পান। সঙ্গে সঙ্গে জিআরপি-কে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে দেহ এতটাই ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে, যা দেখে চেনার উপায় নেই। এলাকার বাসিন্দারাও বুঝতে পারছেন না কোথা থেকে এলেন ওই মা ও মেয়ে।
স্থানীয় বাসিন্দারা বলছেন,মৃত মহিলার বয়স ২৭ বছর, শিশুর বয়স আনুমানিক তিন বছর। মালদহ মেডিক্যাল কলেজের একেবারে কাছে রেল লাইনের ধারে পড়েছিল দুই দেহ। কখন ঘটনাটা ঘটেছে, তা কেউ বলতে পারছেন না। এলাকার বাসিন্দাদের অনুমান মহিলা তাঁর সন্তানকে নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
তবে কেউ চিনতে না পারায় প্রশ্ন উঠেছে, ওই মহিলা কোথা থেকে এলেন? খুনের ঘটনা বলেও মনে করছেন কেউ কেউ। অন্য কোনও জায়গা থেকে দেহ এনে ফেলে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মহিলা ও শিশুর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।