
মালদহ: আম গাছে কি শুধু আম পাওয়া যায়? পড়েই মনে হচ্ছে, এ কেমন প্রশ্ন? আম গাছে তো আম-ই পাওয়া যাবে। কিন্তু, যদি বলা হয়, আম গাছ থেকে ব্রাউন সুগার পাওয়া গিয়েছে। তাও আবার ৪০ কোটি টাকার। তবে এই ব্রাউন সুগার আম গাছে ফলেনি। আম গাছে শুকানো হচ্ছিল। আর সেই ব্রাউন সুগার পেড়ে আনল পুলিশ। পুজোর মুখে বড় সাফল্য মালদহ জেলার কালিয়াচকের গোলাপগঞ্জ থানার পুলিশের। এই বছরে এখনও পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার বেশি ব্রাউন সুগার শুধু মাত্র মালদহ জেলাতেই পুলিশ উদ্ধার করল।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ভোলাইচক পাকা কোক এলাকায় একটি আম বাগানে অভিযান চালায়। সেখানেই ১০ থেকে ১৫ জন মিলে তৈরি করছিল ব্রাউন সুগার। বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ৩৯ কেজি ব্রাউন সুগার। আম গাছে বেঁধে ব্রাউন সুগার শুকানোর কাজ হচ্ছিল বলে জানা যায়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা।
আম গাছে শুকানো হচ্ছিল ব্রাউন সুগার
পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ” ক্রুড থেকে ওখানে ব্রাউন সুগার তৈরি করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালানো হয়।” পুলিশ জানিয়েছে, ধৃত ৩ জনের নাম বরকত শেখ, রোফ শেখ এবং হাসিবুর শেখ। প্রত্যেকের বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায়। এখনও পর্যন্ত জেলায় একসঙ্গে সর্বাধিক পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চলতি বছরে এই নিয়ে জেলায় মোট ব্রাউন সুগার উদ্ধার হল ৯৭ কেজি। গ্রেফতার করা হয়েছে ২৪১ জনকে। গত বছর সেই সংখ্যা ছিল ১৪৩। গত বছর মোট ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল ৫৩ কেজি।