Death at Delhi Fire: কান্নায় ভারী মালদহের বাতাস, দিল্লি থেকে ৩ জনের দেহ ফেরানোর উদ্যোগ প্রশাসনের

Subhotosh Bhattacharya | Edited By: অংশুমান গোস্বামী

Apr 01, 2023 | 7:25 PM

Malda: ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। মালদহের জেলা শাসক জানিয়েছেন, মৃতদের দেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Death at Delhi Fire: কান্নায় ভারী মালদহের বাতাস, দিল্লি থেকে ৩ জনের দেহ ফেরানোর উদ্যোগ প্রশাসনের
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের লোকেরা।

Follow Us

মালদা: দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৬ জনের। শুক্রবার সকালে সেই ঘটনার কথা জানা গিয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছিল, জ্বলন্ত মশার কয়েল থেকে গদিতে আগুন লাগে। ঘরের দরজা জানলা সব বন্ধ থাকার জেরে বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় ঘর। এর জেরই দম বন্ধ হয়ে প্রাণ হারান ৬ জন। মৃত ৬ জনের মধ্যে চার জন এ রাজ্যের বাসিন্দা। তাঁদের এক জনের বাড়ি উত্তর দিনাজপুরে এবং বাকি তিন জনের বাড়ি মালদায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। মালদহের জেলা শাসক জানিয়েছেন, মৃতদের দেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তা পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে।

নয়া দিল্লির শাস্ত্রী পার্কে দম বন্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদহে। কারণ মৃতদের মধ্যে তিন জন মালদহের বাসিন্দা। তাঁরা হলেন, মালদহের রতুয়া এক নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ফজলু চৌধুরী (৪০)। রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের নাগরাই গ্রামের বাসিন্দা টুলু শেখ (৪২) এবং মানিকচক ব্লকের মোহনা গ্রামের মহম্মদ জাহেদুল (৪৮)। তিন জনের পরিবারে মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিজনরা। দিল্লিতে মৃত অপর এক জনের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকায়। তবে ইসলামপুরের ঠিক কোথায় তাঁর বাড়ি সে ব্যাপারে জানা সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসন মালদহে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা নিয়ে শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। মালদহের জেলা শাসক নিতিন সিঙ্ঘানিয়া এ ব্যাপারে বলেছেন, “দিল্লিতে অগ্নিকাণ্ডে মালদহের তিন জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর দেহগুলিকে নিয়ে আসার কাজ করা হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। সেই মতো ক্ষতিপূরণ দেওয়া হবে।”

Next Article