Drone: সীমান্ত এলাকার ইউটিউবার-ফটোগ্রাফারদের জন্য বিশেষ নির্দেশ প্রশাসনের!

Drone: পাশাপাশি স্পর্শকাতর কিছু এলাকা এবং বিহার, ঝাড়খণ্ড এর সীমানা ইত্যাদি এলাকাতে নিম্ন মানের ড্রোনও ওড়ানো যাবে না। এছাড়াও মালদহ শহর-সহ কিছু এলাকাতেও ড্রোন ওড়ানো নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

Drone: সীমান্ত এলাকার ইউটিউবার-ফটোগ্রাফারদের জন্য বিশেষ নির্দেশ প্রশাসনের!
মালদহ পুলিশ প্রশানের বিশেষ নির্দেশImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 23, 2025 | 5:03 PM

মালদহ:  মালদহে সীমান্ত এলাকা-সহ বেশ কিছু এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ প্রশাসন। পাশাপাশি অন্যান্য কিছু এলাকাতেও নির্দিষ্ট মানের ড্রোন ওড়ালেও পুলিশের অনুমোদন নিয়েই ওড়ানোর নির্দেশ। এই নিয়ে কিছু ইউটিউবার, ফটোগ্রাফারদের ডেকে পাঠানো হয়। যাঁদের কাছে ড্রোন আছে তাঁদের। তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই সময় ড্রোন না ওড়াতে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় একেবারেই নিষিদ্ধ।

পাশাপাশি স্পর্শকাতর কিছু এলাকা এবং বিহার, ঝাড়খণ্ড এর সীমানা ইত্যাদি এলাকাতে নিম্ন মানের ড্রোনও ওড়ানো যাবে না। এছাড়াও মালদহ শহর-সহ কিছু এলাকাতেও ড্রোন ওড়ানো নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। শখে ছবি তুলতে গিয়েও যদি কেউ ড্রোন ওড়ায় তাহলেও সেক্ষত্রে নানান গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সেই কারণেই এই সতর্কতা। অন্যদিকে যেহেতু মালদায় ১৭২ কিলোমিটার জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সেই কারণে এই সিদ্ধান্ত আরও কঠোর ভাবে নেওয়া হয়েছে।

সম্প্রতি কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের দেখা মেলে। ভারতীয় সেনাকে খবর দেয় কলকাতা পুলিশ। মহেশতলা ও বেহালার দিক থেকে সাতটি রহস্যময় ড্রোন আসতে দেখা যায়। আশপাশে দ্বিতীয় হুগলি সেতু ও ফোর্ট উইলিয়ামের মতো জায়গা রয়েছে। ফলে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এই পরিস্থিতি আকাশে মূলত সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।