Malda: ভোটার লিস্টে বাবার নামের বানান ভুল, মালদহে বিষ পান ছেলের

West bengal: রাজেশের পরিবারের লোকের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় রাজেশের বাবার নাম ছিল আদিল। কিন্তু বর্তমান তালিকায় তাঁর বাবার নাম ভুল এসেছে। যার কারণে আতঙ্কে ভুগছিলেন তিনি। সেই আতঙ্ক থেকে আত্মহত্যার চেষ্টা। নির্বাচন কমিশনকে তোপ দেগেছে পরিবার। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।

Malda: ভোটার লিস্টে বাবার নামের বানান ভুল, মালদহে বিষ পান ছেলের
বিষ পান করে আত্মহত্যার চেষ্টাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 08, 2025 | 12:59 PM

মালদহ: ভোটার লিস্টে বাবার নাম ভুল। এসআইআর আতঙ্কে বিষপান করে আত্মহত্যার চেষ্টা যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মন্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বুথে। ওই এলাকার বাসিন্দা রাজেশ আলি। তিনিই বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরিবারের লোক আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তারপর অবস্থার অবনতি দেখে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রাজেশের পরিবারের লোকের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় রাজেশের বাবার নাম ছিল আদিল। কিন্তু বর্তমান তালিকায় তাঁর বাবার নাম ভুল এসেছে। যার কারণে আতঙ্কে ভুগছিলেন তিনি। সেই আতঙ্ক থেকে আত্মহত্যার চেষ্টা। নির্বাচন কমিশনকে তোপ দেগেছে পরিবার। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। সমগ্র ঘটনা নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ তৃণমূলের। রাজেশের ভাই মফিজুল ইসলাম বলেন,”আধার কার্ড ও ভোটার কার্ডে রাজেশ আলি আছে। এখন যে ভোটার লিস্টে আছে সেখানে বাবার নাম রাজেশ আলি এসেছে। এটা নাজিরপুর গ্রামে ঘটেছে। আধার ভোটার সব ঠিক আছে।”