মালদা: ভয়াবহ আগুন (Fire) গ্রাম জুড়ে। মালদার (Malda) নালদার রতুয়া-১ ব্লকের মহাদেবপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, প্রায় ৮টি দিনমজুরের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আহত হয়েছেন কয়েকজন। পুড়েছে গবাদি পশুও। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে দমকলকে আগে খবর দিলেও তা অনেক দেরি করে ঘটনাস্থলে পৌঁছয় বলে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা বলেন, “আমার বাড়ির পাশে প্লাস্টিকে আমের বড়-বড় ট্রে রাখা ছিল। সেই ট্রে তে আগুন ধরে গিয়েছিল। সেই সময় পাশের বাড়ির লোকটি আমার বাড়ি দিকে সেই ট্রে ছুড়ে মারে। এরপর আগুন লেগে যায় আমার টোটোতে। সেই আগুন ছড়িয়ে আমার বাড়ি ধরে যায়। ঘরের ভিতরে রাখা ৮০ হাজার টাকা পুড়ে গেল। সোনা গহনা যা ছিল নষ্ট হয়ে গেল। আমি আর কিছু ভাবতে পারছি না। আধার কার্ড-ভোটার কার্ড সব পুড়ে গেছে। আমার দু’টো বাড়ি পুড়েছে। আরও একজনের বাড়ি পুড়ে গিয়েছে।”
গ্রামের আর এক মহিলা বলেন, “এত সকালে কেউ উনোন জ্বালায়নি। কী থেকে আগুন লাগল বলতে পারব না। ১ লক্ষ টাকা পুড়ে গিয়েছে। আগুন নেভানোর সময় পেলাম না তার আগেই আধার কার্ড ভোটার কার্ড পুড়ে গিয়েছে।” পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার বলেন, “বিডিও-কে বলেছি। এমএল-কেও বলেছি। এই বাড়িগুলো পুরোটাই পুড়ে গিয়েছে। এদের অবস্থা খুবই খারাপ।”