Malda news: ব্যাগে ভরে ছুড়ে ফেলা হয়েছে ধানক্ষেতে, কন্যা সন্তান হয়েছে দেখেই কি বাবা-মায়ের এমন সিদ্ধান্ত?

বস্তুত, ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে সদ্যজাত একটি শিশু কন্যার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে। ধান কাটতে এসে স্থানীয় কয়েকজন প্রথমে দেখতে পান একটি ব্যাগ পড়ে আছে ধানক্ষেতে। ব্যাগ খুলতেই নজরে আসে সদ্যজাত কন্যা শিশুর নিথর দেহ।

Malda news: ব্যাগে ভরে ছুড়ে ফেলা হয়েছে ধানক্ষেতে, কন্যা সন্তান হয়েছে দেখেই কি বাবা-মায়ের এমন সিদ্ধান্ত?
দেহ উদ্ধার সদ্যজাতরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 24, 2025 | 2:50 PM

মালদহ: কন্যা সন্তান বলেই সদ্যোজাত শিশু কন্যাকে ব্যাগে ভরে ছুঁড়ে ফেলা হল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মালদহের অন্দরে। কারণ সেখানে ব্যাগে ভরা সদ্যোজাত শিশু কন্যার দেহ উদ্ধার হয়েছে। মাথার পেছনে রয়েছে চোট। ছুঁড়ে ফেলাতেই শিশু কন্যার মৃত্যু হয়েছে বলে অনুমান গ্রামবাসীদের। বস্তুত, ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে ওই সদ্যজাত শিশুর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে। ধান কাটতে এসে স্থানীয় কয়েকজন প্রথমে দেখতে পান একটি ব্যাগ পড়ে আছে ধানক্ষেতে। ব্যাগ খুলতেই নজরে আসে সদ্যজাত কন্যা শিশুর নিথর দেহ। শিশুটির শরীরে মিলেছে হাসপাতাল বা নার্সিংহোমের ট্যাগ। সঙ্গে ঘটনাস্থলেই পড়ে ছিল একটি ব্যাগ ও কাপড়।

প্রাথমিক অনুমান, জন্মের পর শিশুটিকে ব্যাগে ভরে রাস্তার দিক থেকে ধানক্ষেতে ফেলে দেওয়া হয়েছে। এতে মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর মিলতেই এলাকায় ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা। অনেকে প্রশ্ন তুলেছেন, কন্যা সন্তান হওয়ায় কি এভাবে ফেলে দেওয়া হল? নির্মম ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কে বা কারা এমন নৃশংস কাজ ঘটাল, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।

ভিঙল গ্রামের বাসিন্দা শেখ আলম বলেন, “এভাবে সদ্যজাত শিশুকে ফেলে যাওয়া সত্যিই হৃদয়বিদারক। সকালে আমরা গ্রামবাসীরা জেনে ঘটনাস্থলে ছুটে যাই। মাথায় আঘাতের দাগ স্পষ্ট ছিল। এমন অমানবিকতার কোনও ক্ষমা নেই।” পুলিশ জানিয়েছে, শিশুটির জন্ম কোথায় হয়েছে এবং মৃতদেহ ফেলার নেপথ্যে কারা রয়েছে— তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।