Malda: দীর্ঘদিন ধরে নাকি চলছিল মধুচক্র, গ্রামবাসী জানতে পেরেই…

Malda: ঘটনাটি ওল্ড মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের শিমুলঢাব এলাকার ওই হোটেল। অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিশোরী থেকে মহিলাদের এনে মধুচক্র চালান ওই হোটেলের মালিক। হোটেল বন্ধ করার দাবিও ওঠে।

Malda: দীর্ঘদিন ধরে নাকি চলছিল মধুচক্র, গ্রামবাসী জানতে পেরেই...
রমরমিয়ে চলছে মধুচক্রের আসরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 04, 2025 | 7:28 PM

মালদহ: বহুদিন ধরেই হোটেলে রমরমিয়ে চলছে মধুচক্র। সেই কারণে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। আর এবার হানা দিল পুলিশ। পুলিশের সামনেই হোটেলে আসা বহু মহিলাকে মারের অভিযোগ। মহিলাদের টেনে বের করার অভিযোগ।

ঘটনাটি ওল্ড মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের শিমুলঢাব এলাকার ওই হোটেল। অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিশোরী থেকে মহিলাদের এনে মধুচক্র চালান ওই হোটেলের মালিক। হোটেল বন্ধ করার দাবিও ওঠে। কিন্তু পুলিশ নিস্ক্রিয় থাকায় এবার গ্রামবাসীরাই হোটেলে হানা দেয়। তবে পুলিশও পৌঁছায়। অভিযোগ, ঘর থেকে টেনে মহিলাদের বের করা হয়। জোর করে ছবি তোলা হয়, অশালীন আচরণ-অশ্লীল মন্তব্য চলতে থাকে। মারধরও করা হয়।

এই ঘটনায় হোটেলের মালিক উধাও। ঘটনার তদন্ত করছে মালদা থানার পুলিশ। এলাকার এক বাসিন্দা অভিযোগ করে বলেন, “এখানে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসত। আমরা সেটা অনেক আগেই জানিয়েছি। এমনকী পিটিশনও দিয়েছিলাম। কিন্তু কেউ কথা শোনেনি। এটা প্রশাসনের গাফিলতি। সেই কারণে আজ আমরাই হাতেনাতে ধরলাম।”