TMC Programme: অভিষেক আসার আগেই ভোটদান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি চাঁচলে

Chanchal: জেলায় জেলায় পঞ্চায়েতের প্রার্থী ঠিক করতে ভোট নেওয়া হচ্ছে। এই ভোটদান ঘিরে অশান্তির ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটদান ঘিরে এ বার অশান্তির সাক্ষী থাকল মালদহ জেলার চাঁচল। ভোটদান চলাকালীন দফায় দফায় উত্তেজনা এবং হাতাহাতির অভিযোগ উঠল।

TMC Programme: অভিষেক আসার আগেই ভোটদান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি চাঁচলে
তৃণমূলের ভোটদান কর্মসূচি ঘিরে অশান্তি
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 11:15 PM

মালদা: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় উপস্থিত হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষ পঞ্চায়েতের প্রার্থী ঠিক করবেন বলে আহ্বান জানিয়েছেন অভিষেক। সে জন্য জেলায় জেলায় পঞ্চায়েতের প্রার্থী ঠিক করতে ভোট নেওয়া হচ্ছে। এই ভোটদান ঘিরে অশান্তির ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটদান ঘিরে এ বার অশান্তির সাক্ষী থাকল মালদহ জেলার চাঁচল। ভোটদান চলাকালীন দফায় দফায় উত্তেজনা এবং হাতাহাতির অভিযোগ উঠল। ভোটদানে কারচুপির অভিযোগ উঠেছে। গোটা ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্রশিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

চাঁচলে নবজোয়ার কর্মসূচিতে ভোটদান চলাকালীন দফায় দফায় বিশৃঙ্খলার ঘটনা ঘটল। বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ভোটারদের একাংশ বারবার ভোটে কারচুপির অভিযোগে সরব হচ্ছেন। হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বাছাই সংক্রান্ত ভোটকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা ছড়ায়। সেই উত্তেজনা মুহূর্তে হাতাহাতিতে বদলে যায়। পরবর্তীতে গাজলের সাহাজাদপুর এলাকার ভোট কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়েছিল। এর পর আবার চাঁচল এলাকার খেমপুর অঞ্চলের ভোট কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ঝামেলা লাগে। ভোটদানকে কেন্দ্র করে প্রত্যেক জায়গায় শাসকদলের গোষ্ঠীকোন্দল সামনে আসছে। অভিষেক মঞ্চে ওঠার আগেই পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।

মহিলা তৃণমূল জেলা সম্পাদিকা পপি চক্রবর্তী চাঁচলে ভোটদান ঘিরে ঝামেলা হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে বলে দাবি তাঁর। এ বিষয়ে তিনি বলেছেন, “এখানে কোনও গন্ডগোল নেই। বড় বাড়ি হলে চিৎকার, চেঁচামেচি হয়। শান্তিপূর্ণ ভাবে সবাই ভোট দিচ্ছে। সুন্দর ভাবে ভোট হচ্ছে।”

ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা অম্লান ভাদু়ড়ি বলেছেন, “তৃণমূলের শেষের শুরু। এ ভাবেই তৃণমূল শেষ হয়ে যাবে। ভোট মানেই তৃণমূলের লুঠতরাজ। আগে জনগণকে ভোট দিতে দিত না। এখন নিজেদের লোককেই ভোট দিতে দিচ্ছে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নিশ্চিহ্ন হবে।”