TMC Join: নির্দলে জয়, মাস ঘোরার আগেই সদলবলে তৃণমূলে যোগ জয়ী সদস্যর

Subhotosh Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jul 30, 2023 | 4:55 PM

Maldah: রবিবার সেখানেই এই যোগদান পর্ব হয়। গ্ৰামপঞ্চায়েতের নির্দল জয়ী প্রার্থী জারেকা বিবি ও তাঁর স্বামী মাসুদ আলি তাঁদের অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন।

TMC Join: নির্দলে জয়, মাস ঘোরার আগেই সদলবলে তৃণমূলে যোগ জয়ী সদস্যর
তৃণমূলে যোগদান।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: এক সময় কংগ্রেস করতেন। পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়ে লড়াই করেন এবং জয়ী হন। পঞ্চায়েত নির্বাচনের এখনও একমাস অতিক্রান্ত হয়নি। এরমধ্যেই নির্দল থেকে শাসকদলে ভিড়লেন পঞ্চায়েত সদস্য। মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর গ্রামপঞ্চায়েত। রবিবার সেখানেই এই যোগদান পর্ব হয়। গ্ৰামপঞ্চায়েতের নির্দল জয়ী প্রার্থী জারেকা বিবি ও তাঁর স্বামী মাসুদ আলি তাঁদের অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন।

মন্ত্রীর হাত ধরেই তৃণমূলে যোগ দেন জারেকা বিবি ও তাঁর অনুগামীরা। হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান তাজমুল হোসেন। জারেকা বিবি বলেন, “নির্দল প্রার্থী ছিলাম। এবার তৃণমূলে যোগ দিলাম। এর আগে আমি কংগ্রেস করতাম। কংগ্রেসের দুর্নীতির জন্য নির্দল হিসেবে দাঁড়িয়েছিলাম। এবার তৃণমূলের সঙ্গে কাজ করতে চাই। মানুষের উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। তাই তৃণমূলে এলাম।”

মন্ত্রী তাজমুল হোসেন বলেন, “আজ আমাদের ইসলামপুর অঞ্চলের জারিকা বিবি তৃণমূলে যোগ দিলেন। দীর্ঘদিন ধরে উনি কংগ্রেস করতেন। কিন্তু এবার নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ীও হন। তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে চেয়েছিলেন তিনি। তাই আমরা সম্মত হই। জারেকা বিবির পাশাপাশি তাঁর স্বামী মাসুদ আলি আমার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। এবার আমাদের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কাজ করবেন।”

Next Article