মালদহ: ভারত বাংলাদেশ সীমান্তের অস্থিরতা কোনওভাবেই কমছে না। ক্রমাগত বিএসএফকে উস্কানি দিয়ে চলেছে বিজিবি। অনুপ্রবেশের চেষ্টা জারি রেখেছে। কাঁটাতার দিতে বাধা দিচ্ছে, বাংলাদের সীমান্তের বাসিন্দাদের উত্ত্যক্ত করছেন। বদলে বিএসএফের পাশে দাঁড়িয়ে রুখে দাঁড়িয়েছেন সীমান্তপাড়ের বাসিন্দারাই। এরই মধ্যে বড় মোড়। সীমান্তে ফের উত্তেজনা। আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল। বাংলাদেশের রাজশাহীতে এই বৈঠকের কথা ছিল আগামী সপ্তাহে। মালদহ চেম্বার অফ কমার্স জানিয়ে দেয়, শুকদেবপুরে উত্তেজনা থাকায় বাণিজ্য বৈঠক বাতিল। বাতিল করল মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সাফ জানিয়ে দেওয়া হল ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত হবে বৈঠকে গেলে।
এদিকে এই বৈঠক বাতিল হওয়ায় রফতানি বাণিজ্য প্রায় থমকে গেল। নিরাপত্তাহীনতায় রফতানিকারকরা। গত বছরে এই বৈঠক হয় চাঁপাইনবাবগঞ্জে। এবারে রাজশাহীতে।
অন্যদিকে শুখদেবপুরে উত্তেজনা চরমে। আবার ওপার থেকে একদল লোক ঢোকার চেষ্টা করছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ভোরে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকতে দেখে তাড়া করেন এপারের একদল যুবক। তাড়া খেয়ে পালিয়ে যান তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, ক্রমাগত প্ররোচিত করেই চলেছে বিজিবি।
আগেই বিএসএফের পাশে দাঁড়িয়েছেন গ্রামের প্রমিলা বাহিনী। ঘরে থাকা অস্ত্র, হাঁসুয়া, দাঁ, বঁটি নিয়ে প্রস্তুত তাঁরা। মহিলাদের দেখে এখন একদল যুবকও সংঘটিত হয়েছেন। নিজেরা নিজেদের মতো করে প্রশিক্ষণ নিচ্ছেন। অস্ত্র দা হাঁসুয়া লাঠি নিয়ে। রাতে পাহারা দিচ্ছেন গ্রামে। বিএসএফের পাশাপাশি রাজ জাগছেন তাঁরাও।