Jyotipriya Mallick: ‘জ্যোতিপ্রিয় ষড়যন্ত্রের শিকার’, জোর গলায় দাবি করছেন নওশাদ

Ration Scam: আইএসএফ বিধায়কের বক্তব্য, "উনি অবশ্যই ষড়যন্ত্রের শিকার। তবে উনি দুর্নীতিমুক্ত নন, দুর্নীতিতে যুক্ত। কিন্তু উনিও ষড়যন্ত্রের শিকার। সেই ষড়যন্ত্র কোথা থেকে, তা হয়ত উনি আগামী দিনে বলে দিতে পারবেন। আমার মনে হয় ওনার রাজসাক্ষী হয়ে যাওয়া দরকার এবং সব সত্য বলে দেওয়া দরকার।"

Jyotipriya Mallick: 'জ্যোতিপ্রিয় ষড়যন্ত্রের শিকার', জোর গলায় দাবি করছেন নওশাদ
জ্যোতিপ্রিয়র উদ্দেশে কী বার্তা দিলেন নওশাদ?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 12:30 PM

মালদা: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সেই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি আসরে নেমে পড়েছে। লোকসভা ভোটের মুখে মন্ত্রীর গ্রেফতারিকে ইস্যু করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিরোধী দলগুলি। এসবের মধ্যেই এবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddiqui) বলছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের উচিত রাজসাক্ষী হয়ে যাওয়া। নওশাদের সন্দেহ, জ্যোতিপ্রিয় মল্লিক মুখ খুললে অনেকের নাম চলে আসতে পারে।

আইএসএফ বিধায়কের বক্তব্য, “উনি অবশ্যই ষড়যন্ত্রের শিকার। তবে উনি দুর্নীতিমুক্ত নন, দুর্নীতিতে যুক্ত। কিন্তু উনিও ষড়যন্ত্রের শিকার। সেই ষড়যন্ত্র কোথা থেকে, তা হয়ত উনি আগামী দিনে বলে দিতে পারবেন। আমার মনে হয় ওনার রাজসাক্ষী হয়ে যাওয়া দরকার এবং সব সত্য বলে দেওয়া দরকার।” প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিককে যখন বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল ইডি, সেই সময়ই মন্ত্রীমশাই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব উসকে দিয়েছিলেন তিনি। এবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও বলছেন, জ্যোতিপ্রিয় ষড়যন্ত্রের শিকার। তবে সেই ষড়যন্ত্র বিজেপি করেছে নাকি অন্য কেউ করেছে, সেটা আগামী দিনেই স্পষ্ট হবে বলে মনে করছেন আইএসএফ বিধায়ক।

প্রসঙ্গত, এই রেশন দুর্নীতি মামলা প্রসঙ্গে ইতিপূর্বেই এক চাঞ্চল্যকর দাবি করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তিনি সন্দেহ করছেন, রেশন দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কিংবা তাঁর পরিবারের কেউ। নওশাদের এই বক্তব্যের পর ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন শওকতও। তৃণমূল বিধায়কের পাল্টা দাবি, শুধু রেশন নয়, যে কোনও দুর্নীতিতে যদি তাঁর যোগ প্রমাণ করতে পারেন নওশাদ, তাহলে তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে বিদায় নেবেন।