Malda: ২ লক্ষ টাকা ‘মাথার দাম’, শেষমেশ ‘তৃণমূল কর্মী’-কে বিহার থেকে তুলে নিয়ে এল বাংলার পুলিশ

Malda: গত ২ জানুয়ারি তৃণমূল নেতা দুলাল সরকারকে খুন করা হয়। মোটরবাইকে এসে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ওই খুনে অন্যতম অভিযুক্ত বছর তিরিশের কৃষ্ণ রজক।

Malda: ২ লক্ষ টাকা মাথার দাম, শেষমেশ তৃণমূল কর্মী-কে বিহার থেকে তুলে নিয়ে এল বাংলার পুলিশ
দুলাল সরকার খুনে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে কৃষ্ণ রজককেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 25, 2025 | 2:10 PM

মালদহ: খুন হয়েছেন তৃণমূল নেতা। সেই খুনে অভিযুক্তের খোঁজ দিতে পারলেই ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। অবশেষে মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজককে গ্রেফতার করল পুলিশ। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তিনি। তৃণমূল নেতা খুনের প্রায় চার মাস পর তাঁকে গ্রেফতার করা হল। যদিও এখনও আরও একজন পলাতক।

গত ২ জানুয়ারি তৃণমূলের জেলা সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারকে খুন করা হয়। মোটরবাইকে এসে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ওই খুনে অন্যতম অভিযুক্ত বছর তিরিশের কৃষ্ণ রজক। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অন্য আর এক অভিযুক্ত হল বছর একত্রিশের বাবলু যাদব। এই ২ জনের জন্য দুই লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে পুলিশ। পুরস্কার ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে জেলা পুলিশ। সেখানে বলা হয়, কৃষ্ণ রজকের গ্রেফতারির ক্ষেত্রে তথ্য দিতে পারলে, ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানায় পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছিল পুলিশ

প্রায় ৪ মাস পর ধরা পড়ল কৃষ্ণ রজক। বিহারের কাটিহার থেকে জেলা পুলিশের একটি টিম তাঁকে গ্রেফতার করে। তবে এখনও পলাতক বাবলু যাদব। কৃষ্ণ রজক গ্রেফতার হওয়ার পর দুলাল সরকার খুনে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল ৮ জন।

ধৃত রজকের তৃণমূল কর্মী পরিচয় নিয়ে মালদহ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, “অপরাধীর কোনও রং হয় না, দল হয় না। দুলালদাকে খুনের নিন্দা জানিয়েছেন সবাই। মালদা পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। যে ২ জন অধরা ছিল, তার মধ্যে একজনকে ধরেছে। বাংলায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত রয়েছে বলেই দুষ্কৃতীরা ধরা পড়ে। কে কোন দল করে, এটা বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থার ক্ষেত্রে কাজ করে না। তাই অপরাধীরা এখানে সাজা পায়।”

কৃষ্ণ রজকের গ্রেফতারিতে এবার কি সামনে আসবে খুনের কারণ? মূল চক্রী কে, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। এদিন কৃষ্ণ রজককে মালদা জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।