Suvendu Adhikari: শুভেন্দুকে দেখে কেঁদে ফেললেন মহিলা, মোথাবাড়িতে গিয়ে কী বললেন বিরোধী দলনেতা?
Suvendu Adhikari: শুভেন্দুকে দেখে কেঁদে ফেলেন এক মহিলা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, "আমাদের ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে।" তাঁকে আশ্বস্ত করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, "৮৬ জন ক্ষতিগ্রস্ত। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ৫০ শতাংশ ক্ষতিপূরণ এখন আমরা দেব। বাকিটাও আমরা দেখছি।"

মোথাবাড়ি: হাইকোর্টের অনুমোদন পেয়ে মালদার মোথাবাড়িতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোথাবাড়ির চারটি জায়গায় তিনি গেলেন। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কথা বললেন। শুভেন্দুকে দেখে কেউ কেউ কেঁদে ফেলেন। তাঁদের আশ্বস্ত করেন বিধানসভার বিরোধী দলনেতা।
কয়েকদিন আগে অশান্ত হয়ে ওঠে মোথাবাড়ি। দোকান ভাঙচুর করা হয়। মোথাবাড়ি পরিদর্শনে যেতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। শর্তসাপেক্ষে তাঁকে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সেইমতো এদিন মোথাবাড়ি আসেন বিধানসভার বিরোধী দলনেতা। ঘুরে ঘুরে এলাকার পরিস্থিতি দেখেন। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। স্থানীয় এক দোকানদার বিরোধী দলনেতাকে ঘটনার বর্ণনা দেন। তাঁকে আশ্বস্ত করেন শুভেন্দু। একইসঙ্গে তিনি বলেন, কারও আস্থায় আঘাত লাগলে থানায় যেতে পারেন। কিন্তু, নিরীহ লোকদের উপর আক্রমণ ঠিক নয়। এলাকায় শান্তি বজায় রাখার জন্যও পথচলতি মানুষকে বার্তা দেন তিনি। আইনের উপর আস্থা রাখার কথা বলেন। সবাই বিচার পাবেন বলে তিনি জানান।

মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী
শুভেন্দুকে দেখে কেঁদে ফেলেন এক মহিলা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমাদের ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে।” তাঁকে আশ্বস্ত করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, “৮৬ জন ক্ষতিগ্রস্ত। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ৫০ শতাংশ ক্ষতিপূরণ এখন আমরা দেব। বাকিটাও আমরা দেখছি। ২০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আজ ৮-১০ লক্ষ টাকা আমরা সাহায্য করছি। বাকিটাও পরে দেব।”
শুভেন্দুকে দেখে জয়শ্রী রাম স্লোগানও দেন অনেকে। এলাকা ঘুরে দেখার পর বিরোধী দলনেতা বলেন, “মোথাবাড়ির লোক ভয় ভীতিতে রয়েছে। এখানে প্রকৃত দোষীরা গ্রেফতার হয়নি। যে ২৩ জন হিন্দুকে গ্রেফতার করা হয়েছে, তারা নিরপরাধ। অন্য সম্প্রদায়ের যাদের গ্রেফতার করা হয়েছে, তারাও যুক্ত নয় বলে অনেকে বলছে।” মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকেও আক্রমণ করেন বিরোধী দলনেতা।

