মালবাজার: একের এক জেলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে যখন মাথাব্যথা বেড়েই চলেছে পুলিশের, ঠিক সেই সময় আবার নতুন করে মাথা চাড়া দিতে শুরু করেছে মাদক কারবারিরা। তবে গোপন সূত্রে পাওয়া খবরেই বাজিমাত করে দিল মালবাজার থানার পুলিশ। পুলিশি অভিযানেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ, ট্যাবলেট-সহ একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সঙ্গে লক্ষাধিক টাকার সোনাও বাজেয়াপ্ত করে পুলিশ।
শনিবার গভীর রাতে মাল ব্লকের ডামডিম হাট এলাকায় মহম্মদ রহিম নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চলায় পুলিশ। অভিযানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ও মাল থানার আইসি। ছিবেন অন্যান্য পুলিশ আধিকারিকেরা। ঘিরে ফেলা হয় রহিমের গোটা বাড়ি। তাতেই মেলে সাফল্য।
যদিও দীর্ঘসময় ডাকাডাকি করা হলেও কারও সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় পুলিশ। বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাসের উপস্থিতিতে গোটা বাড়িতে চলে তল্লাশি। অভিযানেই প্রচুর বেআইনি সামগ্রী উদ্ধার হয়। বাড়ির রান্নাঘরের টিনের চালে ত্রিপলের আড়ালে রাখা ছিল ২৪টি বাক্স। সেখান থেকেই মোট ৫৭৫২ টি নিষিদ্ধ ট্যাবলেট, ১০৭৮ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। এছাড়াও ঘর থেকে দু’টি সোনার হার ও একটি সোনার ব্রেসলেট উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। সঙ্গে একটি রিভলভারও উদ্ধার হয়েছে। তবে কোনও কার্তুজ পাওয়া যায়নি।