Malda: সন্তান হওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে ঢুকে টাকা হাতানোর অভিযোগ

Malda: ওই কিন্নর এদিন কোতুয়ালি এলাকার এক নিঃসন্তান দম্পতির বাড়িতে ঢুকে তুকতাক করেন, বাড়ির লোকজনেদের কাছে এক প্রকার জোরাজুরি করেই ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালাতে যান।

Malda: সন্তান হওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে ঢুকে টাকা হাতানোর অভিযোগ
এলাকায় উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 24, 2025 | 1:48 PM

মালদহ: নিঃসন্তানের সন্তান হওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে ঢুকে কালা জাদু, বশীকরণ, তুকতাক। ১৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। আটক এক কিন্নর। চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানার কোতুয়ালি তারাকালী মোড় এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কিন্নর এদিন কোতুয়ালি এলাকার এক নিঃসন্তান দম্পতির বাড়িতে ঢুকে তুকতাক করেন, বাড়ির লোকজনেদের কাছে এক প্রকার জোরাজুরি করেই ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালাতে যান। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাঁকে আটকে রাখেন। তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করে। সেই সঙ্গে জোরাজুরি করে টাকা হাতিয়ে পালানোর জন্য তারা পুলিশে খবর দেন।

এরপর পুলিশ এসে ওই কিন্নরকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে এই খবর পেয়ে মালদহের কিন্নর সম্প্রদায়ের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। তারা সমস্ত কিছু দেখেশুনে সাফ জানিয়ে দেন, যাঁকে পুলিশ আটক করেছে তিনি তাঁদের প্রতিনিধি নন। মিথ্যা পরিচয় দিয়ে তুকতাক, বশীকরণ করে সাধারণ মানুষের টাকা হাতানো তাঁর কাজ।