Malda: ছাত্রীদের গায়ে হাত, শরীরের বিভিন্ন জায়গায় অশ্লীল স্পর্শ, শোকজ বাংলার শিক্ষক

Malda: স্কুলের বাংলা বিষয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তাঁদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম মন্তব্য করেন। এমনকি একাধিক ছাত্রের শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন। দীর্ঘদিন ধরে  শিক্ষক এমনটা করে আসছেন বলে শিক্ষক।

Malda: ছাত্রীদের গায়ে হাত, শরীরের বিভিন্ন জায়গায় অশ্লীল স্পর্শ, শোকজ বাংলার শিক্ষক
মালদহের স্কুলে বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 01, 2025 | 6:45 PM

মালদহ: যখন তখন ছাত্রীদের গায়ে হাত দেওয়া, শরীরের বিভিন্ন জায়গায় অশ্লীল স্পর্শ। কখনও আবার চিমটি কাটা। শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ছাত্রীদের। শিক্ষককে শোকজ স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির। যদিও এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত শিক্ষক। সরকারি হাইস্কুলের এই ঘটনা নিয়ে চাঞ্চল্য মালদহের মানিকচকে। শোরগোল পড়েছে মালদহর মানিকচকের স্কুলে।

ঘটনায় একজন দ্বাদশ শ্রেণির ছাত্রী পুলিশ প্রশাসনের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

জানা গিয়েছে, স্কুলের বাংলা বিষয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তাঁদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম মন্তব্য করেন। এমনকি একাধিক ছাত্রের শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন। দীর্ঘদিন ধরে  শিক্ষক এমনটা করে আসছেন বলে শিক্ষক। দ্বাদশ শ্রেণির ছাত্রীরা অভিভাবকদের বিষয়টি জানায়। গোটা বিষয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীরা। শেষে ভূতনি থানার পুলিশের কাছে শিক্ষকের উচিত শাস্তির দাবি নিয়ে দারস্থ হয়েছে ছাত্রীরা।

এদিকে অভিযুক্ত শিক্ষক অমিত রজকের অবশ্য বক্তব্য, “সমস্ত ছাত্র-ছাত্রীদের সন্তান চোখেই দেখেন। পিতৃসুলভ আচরণ নিয়েই পড়া না পারলে বকা দেওয়া, দু চার কথা বলা হয়। কিন্তু কোন রকম খারাপ চিন্তা মাথায় আসেনি। হয়তো সেগুলোই ছাত্রীদের খারাপ লেগেছে, ক্ষমাও চেয়েছেন।”

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদার জানিয়েছেন, ছাত্রীদের তরফে অভিযোগ তিনি পেয়েছেন। পরিচলন সমিতির কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক হয়েছে। ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। দ্রুত তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে। তাছাড়া প্রশাসন তদন্ত করে দেখবে যদি দোষী হয় তাহলে প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা নেবে।