
মালদহ: এবার বোমা বিস্ফোরণ মালদহে। এতদিন সেখান থেকে প্রায়শই গুলি চলার খবর প্রকাশ্যে আসছিল। আর এবার বোমা বিস্ফোরণ সেখানে। যার জেরে গুরুতর আহত দুই নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আঘাত গুরুতর থাকায় দু’জনকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আহত এক নাবালকের নাম সামির আক্তার। বয়স ১৩ বছর। অন্যজন, হলেন মহম্মদ ইমতিয়াজ। বয়স ৯ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই দুই নাবালক। তখনই জোরাল বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে যান সেখানে। গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে একজনের দাদু বলেন, “আমি মাঠে ঘাস কাটতে গিয়েছিলাম। আর ওরা ছোট ছেলেমেয়েরা যায় খেলা করতে। সেই সময় জমিতে পড়েছিল বোমা। ওরা বুঝতে পারেনি। তারপর হাতে তুলে নেয়। তখনই ফেটে গিয়েছে।”
তবে কী কারণে বোমা এলাকায় মজুত করেছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী। খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তবে কী কারণে বোমা মজুত করে রাখা হয়েছিল, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রতুয়া চাঁদমুনি এলাকায়। প্রসঙ্গত, সম্প্রতি মালদহ থেকে বারবার গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসছিল। প্রথমে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। এরপর গুলি চালিয়ে আরও এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে। এই আবহে এবার বোমা বিস্ফোরণ।