Malda: কাশ্মীর আবহের মধ্যেই বাংলায় বড় সাফল্য BSF-এর

Malda: উল্লেখ্য, বুধবার সন্ধে ৭টা নাগাদ দু'জন ব্যক্তিকে চোরাকারবারীকে বর্ডার  আউটপোস্টে দেখতে পান নওয়াদার জওয়ানরা। সঙ্গে-সঙ্গে বিএসএফ জওয়ানরা অ্যালার্ট হয়ে যান।

Malda: কাশ্মীর আবহের মধ্যেই বাংলায় বড় সাফল্য BSF-এর
BSF-এর বড় সাফল্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 24, 2025 | 4:52 PM

মালদহ: দুইপাড়ে দুই দেশ। একদিকে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান। সারাক্ষণ ভারতের ভিতরে অশান্তি পাকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে না। কাশ্মীরে যখন লাগাতার সেনা-জঙ্গির গুলির লড়াই চলছে, সেই সময় আবার পশ্চিমবঙ্গে বড় সাফল্য বিএসএফ (BSF)-এর। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট নওয়াদার জওয়ানরা সীমান্ত পেরিয়ে অস্ত্র চোরাচালানের চেষ্টা সফলভাবে ব্যর্থ করলেন। ওই অস্ত্রগুলি চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে বেআইনিভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ৩টি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

উল্লেখ্য, বুধবার সন্ধে ৭টা নাগাদ দু’জন ব্যক্তিকে চোরাকারবারীকে বর্ডার  আউটপোস্টে দেখতে পান নওয়াদার জওয়ানরা। সঙ্গে-সঙ্গে বিএসএফ জওয়ানরা অ্যালার্ট হয়ে যান। চোরাকারবারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভারতীয় ভূখণ্ডের দিকে দৌড়াতে শুরু করেন তাঁরা। সঙ্গে-সঙ্গে বিএসএফ জওয়ানরা দ্রুত পাচারকারীদের ধাওয়া করেন।

কিন্তু দৃশ্যমানতা কম থাকার সুযোগ নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ পাওয়া যায়। সেটি ৩টি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্তা জানিয়েছেন, বিএসএফ জওয়ানদের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়।