Malda: রাস্তার ধারে যুবক বাইকে বসেছিলেন বেশ অনেকক্ষণ ধরেই, ভাল ভাবেই নজর পড়তেই ফাঁস হল কীর্তি

Malda: সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার বেকি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হানিপ শেখ। বছর ছাব্বিশের এক যুবক। বাবা ফেরাজুল শেখ। বাড়ি বৈষ্ণবনগর থানার শবদলপুর এলাকায়।

Malda: রাস্তার ধারে যুবক বাইকে বসেছিলেন বেশ অনেকক্ষণ ধরেই, ভাল ভাবেই নজর পড়তেই ফাঁস হল কীর্তি
মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 08, 2025 | 2:16 PM

মালদহ: সীমান্তের ধারেই এক জন দাঁড়িয়েছিলেন। ইতঃস্তত ঘোরাফেরাও করছিলেন। নজর পড়েছিল পুলিশের। প্রথমবার জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন এক ব্যক্তির জন্য অপেক্ষা করছেন। কর্তব্যরত পুলিশকর্মী তখন অন্যদিকে আবার রাউন্ডে চলে যান। অপর ব্যক্তি আসেন সে সময়ে। তারপর ব্যাগ হাতবদল হতেই পুলিশের হাতে পাকড়াও। বাজেয়াপ্ত ১০ লক্ষের জালনোট। আবারও জাল নোট সহ গ্রেফতার এক পাচারকারী। ঘটনাটি মালদহের ইংরেজবাজারে।

সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার বেকি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হানিপ শেখ। বছর ছাব্বিশের এক যুবক। বাবা ফেরাজুল শেখ। বাড়ি বৈষ্ণবনগর থানার শবদলপুর এলাকায়। অভিযুক্ত হানিপ শেখ জাল নোটগুলি অন্য এক পাচারকারীকে দেওয়ার জন্য অপেক্ষা করার সময় পুলিশ তাঁকে আটক করে।

একটি বাইকে বসে অপেক্ষা করছিলেন হানিপ। তল্লাশি চালিয়ে পুলিশ তার হেফাজত থেকে ২০ টি টাকার বান্ডিল উদ্ধার হয়। সবগুলি ৫০০ টাকার নোট। তাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “সীমান্তে বিএসএফের নজরদারি রয়েছে। ওই যুবক জাল নোট পাচারের চেষ্টা করছিল। পুলিশের নজর পড়ে। সন্দেহজনক গতিবিধি ছিল। ওই যুবক কোন চক্রের সঙ্গে জড়িত, সেটা খোঁজার চেষ্টা চলছে।”