
মালদহ: মালদহ জেলা পরিষদে আগুন। ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি, ফাইল। মালদহ জেলা পরিষদের চার তলায় প্রথমে আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে পুড়ে খাক হয়ে যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেকশনের একাধিক গুরুত্বপূর্ণ নথি। কিন্তু এই আগুন নিয়ে ইতিমধ্যে তপ্ত মালদহের রাজনীতিও। বিরোধীদের অভিযোগ, দুর্নীতি ঢাকতে চক্রান্ত করেই আগুন ধরানো হয়েছে। শুরু হয়েছে তরজা।
মালদহ জেলা পরিষদ দফতরের চারতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেকশনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। স্থানীয় বাসিন্দারা আগুন এবং ধোঁয়া দেখতে পান। তারপরেই খবর দেওয়া হয় দমকলে। দমকল গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। শর্ট সার্কিট অথবা এসির গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান।
জেলা পরিষদ সূত্রের খবর, ওই দফতরে সোমবার একটি নতুন এসি বসানো হয়েছিল।যেটাতে কিছু সমস্যা হচ্ছিল। যদিও বিজেপি এর পেছনে চক্রান্তের অভিযোগ করছে। যদিও জেলা সাংগঠনিক বিজেপি সভাপতি অজয় মণ্ডল বলেন, “জেলা পরিষদের বড় রকমের দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতি ঢাকতে চক্রান্ত করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে নথিপত্র নষ্ট করার চেষ্টা হয়েছে। সমগ্র ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি।”
অন্যদিকে তৃণমূলের মালদহ জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন, “বিজেপির নেতারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তাই সব কিছুতেই দুর্নীতির গন্ধ পান।”