Malda: লিচু বাগানে কাজের সময় আচমকা গুলি, হাসপাতালে ভর্তি যুবক
Malda: পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশেই লিচু বাগান কাজ করছিল ওই যুবক। রবিবার রাত দশটা নাগাদ গভীর রাতে বাড়ির সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে।

মালদহ: মালদহে চলল গুলি। লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ উদ্ধার হল এক যুবক। কালিয়াচক থানার মোজমপুর এলাকার ঘটনা। করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশেই লিচু বাগান কাজ করছিল ওই যুবক। রবিবার রাত দশটা নাগাদ গভীর রাতে বাড়ির সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে। এরপর পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন করিম। এরপরই তাঁকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে কে বা কারা করিমকে গুলি করেছে কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা জানাচ্ছেন কালিয়াচকের মজমপুর কয়েক মাস ধরে শান্ত ছিল। কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা রেবা খাতুন বলেন, “কে গুলি করেছে, কেন হয়েছে বুঝতে পারছি না। লিচু-বাগান ও আমের বাগান আছে। সেখানেই কাজ করছিল। তখন হঠাৎ করে কেউ বা কারা গুলি চালিয়েছে।”

