Malda: গোপনে মজুত হচ্ছিল দাহ্য পদার্থ, মালদহের বুকে বসেই বড় যড়যন্ত্র

Malda: কেন মজুত করা হচ্ছিল এত বিপুল পরিমাণে জ্বালানি তেল, এই নিয়ে উঠেছে বড় প্রশ্ন। শুধুই কি কালোবাজারি নাকি এর পেছনে জড়িয়ে রয়েছে বড় কোনো নাশকতার ষড়যন্ত্র। এসবই খতিয়ে দেখছে পুলিশ।

Malda: গোপনে মজুত হচ্ছিল দাহ্য পদার্থ, মালদহের বুকে বসেই বড় যড়যন্ত্র
পুলিশের অভিযান Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 15, 2025 | 4:19 PM

মালদহ: গোপনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত। মজুত প্রচুর পরিমাণে জ্বালানি তেল। পর পর দুটি গ্রামে হানা দিয়ে উদ্ধার বিপুল পরিমাণে জ্বালানি তেল, বিশেষ করে হাজার হাজার লিটার ডিজেল,পেট্রোল। গ্রেফতার এক ব্যাক্তি। নাম আবু সালাম। তল্লাশি চলছে আরও কয়েকজনের। অভিযান মালদার মানিকচক থানার পুলিশের।

কেন মজুত করা হচ্ছিল এত বিপুল পরিমাণে জ্বালানি তেল, এই নিয়ে উঠেছে বড় প্রশ্ন। শুধুই কি কালোবাজারি নাকি এর পেছনে জড়িয়ে রয়েছে বড় কোনো নাশকতার ষড়যন্ত্র। এসবই খতিয়ে দেখছে পুলিশ। এসবের পেছনে বড় কোনও চক্র আছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। মানিকচক থানার গোপালপুর অঞ্চলের পৃথক দুটি গ্রামে হানা দিয়ে বিপুল পরিমাণে জ্বালানি তেল আটকের পাশাপাশি একজনকে গ্রেফতার করা হয়। তল্লাশি চলছে আরও অনেকের।

পুলিশ প্রথমে গোপালপুরের সহবাতটোলা গ্রামে হানা দেয় আবু সালামকে আটক করে। তার বাড়িতে তল্লাশি চালালে প্রায় দুই হাজার লিটার অবৈধভাবে মজুত রাখা ডিজেল উদ্ধার করে। অন্যদিকে উত্তর হুকুমতটোলা গ্রামে হানা দিয়ে প্রায় ২৮০ লিটার ডিজেল ও ৩৭ লিটার পেট্রোল উদ্ধার হয়।