Malda: পরপর ৩টে বিয়ে, দ্বিতীয় পক্ষের স্ত্রী জানতেই ‘নোংরা কাজটা’ করেই ফেলল শাদিকুল

Malda: ঘটনায় চারজনই মালদা মেডিক্যালে ভর্তি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ জানান, এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। আমরা পরে জানতে পারলাম ওই ছেলের চরিত্র এই রকম। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Malda: পরপর ৩টে বিয়ে, দ্বিতীয় পক্ষের স্ত্রী জানতেই নোংরা কাজটা করেই ফেলল শাদিকুল
সাহেদা বিবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 31, 2024 | 12:27 PM

মালদহ: একটি নয়। দু’টি বিয়ে। তাও আবার বিষয়টি মহিলা জানতে পারেন বিয়ের পর। সেই নিয়ে একপ্রস্থ অশান্তি যখন চলছিল। জানতে পারলেন স্বামীর আবার নাকি তৃতীয় নম্বর বিয়ে করতে চলেছেন। আর এরই প্রতিবাদ করায় স্বামী ও তাঁর সাঙ্গপাঙ্গের হাতে আক্রান্ত দ্বিতীয় পক্ষের স্ত্রী ও আত্মীয় স্বজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি চারজন। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়।

মালদহ ইংরেজবাজারের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুরের ঘটনা। অভিযুক্ত স্বামীর নাম শাদিকুল শেখ। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী সাহেদা বিবির অভিযোগ, স্বামীর প্রথম পক্ষের স্ত্রী রয়েছে তিনি জানতেন না। বিয়ের পর জানতে পারেন তাঁর স্বামীর এটি দ্বিতীয় বিয়ে। সমস্ত কিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করেন তিনি। বর্তমানে মহিলার তিন ছেলে-মেয়ে রয়েছে।

অভিযোগ, কিন্তু গতকাল হঠাৎই তাঁর স্বামী পাটনায় তৃতীয় বিয়ে করেন। রাত্রে বিষয়টি জানতে পেরে স্বামীর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন মহিলা। আর প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর দিদি আয়েশা বিবি,ভাগ্নে ফারাজুল শেখ এবং জামাই রাজু শেখও আক্রান্ত হন।

ঘটনায় চারজনই মালদা মেডিক্যালে ভর্তি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ জানান, এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। আমরা পরে জানতে পারলাম ওই ছেলের চরিত্র এই রকম। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। সাহিদা বিবি বলেন, “আমায় রেখে বিয়ে করেছে। এরপর আমায় বের করে দিয়েছে। আমায় দিদি যখন বাঁচাতে যায় সেই সময় ওকেও মেরেছে। ওর বাবা-মা-ভাইঝি সবাই মিলে মেরেছে।”