Malda: প্রথমে ফাঁস লাগিয়ে চেষ্টা, তারপর কীটনাশক খাইয়ে স্ত্রীকে খুন স্বামীর

Malda: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম জুলি মণ্ডল (২৬)। মালদহের কালিয়াচক থানার রামা শঙ্করটোলা এলাকার বাসিন্দা। বিষ্ণু মণ্ডলের মেয়ে জুলি মণ্ডলের সঙ্গে কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকার যুবক প্রণব মণ্ডলের বিয়ে হয়। প্রণব পেশায় দিনমজুর।

Malda: প্রথমে ফাঁস লাগিয়ে চেষ্টা, তারপর কীটনাশক খাইয়ে স্ত্রীকে খুন স্বামীর
জুলি মণ্ডলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 05, 2025 | 10:50 AM

মালদহ: টানা নির্যাতন করে ফাঁস দিয়ে খুনের চেষ্টা। মৃত্যু না হলে জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ স্ত্রীকে। গ্রেফতার স্বামী। শ্বশুর বাড়ি থেকে মোটা টাকা আদায়ের জন্যে স্ত্রীকে নির্যাতন। গত রবিবারই এই নির্যাতনের ভয়ে পাঁচ হাজার টাকা দিয়ে যান ওই গৃহবধূর বাবা মা। কিন্তু তারপরেও আরও টাকা দাবি করে নির্যাতন চলতে থাকে। মালদার কালিয়াচক থানার মিলিক সুলতানপুরের ঘটনা। ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম জুলি মণ্ডল (২৬)। মালদহের কালিয়াচক থানার রামা শঙ্করটোলা এলাকার বাসিন্দা। বিষ্ণু মণ্ডলের মেয়ে জুলি মণ্ডলের সঙ্গে কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকার যুবক প্রণব মণ্ডলের বিয়ে হয়। প্রণব পেশায় দিনমজুর। গৃহবধূ পরিবারের অভিযোগ, গত রবিবার মেয়েকে অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হয় প্রণবকে। সেই টাকাতেও মন ভরেনি ওই গৃহবধূর স্বামীর।

পরিবারের দাবি, রবিবার গভীর রাতে স্বামী বেধড়ক মারধর করে ওই গৃহবধূকে। প্রথমে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করে। সেই সময় মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও। পুনরায় সেই রাতেই ওই গৃহবধূকে মারধর করে কীটনাশক খাইয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে। এরপর জুলিকে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার ওই গৃহবধূর মৃত্যু হয় বলে জানা যায়। মৃত গৃহবধূর পরিবারের তরফ থেকে অভিযুক্ত স্বামী প্রণব মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়ে লিখিত অভিযোগ করা হয়। অভিযুক্ত স্বামী প্রণব মন্ডলকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ।

গৃহবধূর বাবা বিষ্ণু মণ্ডল বলেন, “আমার জামাই মারধর করত। কেন মারধর করত জানি না। এর আগেও অনেকবার টাকা দিয়েছি। ওকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়েছে।”