
মালদহ: স্ত্রী ও পুত্রকে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক। সারা শরীরের একধিক কোপের দগদগে ক্ষত। ঘটনার পর থেকে পলাতক স্বামী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের গাজোলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ওই গৃহবধূর নাম মন্টি বর্মন। বছর বত্রিশের ওই বধূর এক ১৪ বছরের ছেলে রয়েছে। তাঁদের বাড়ি গাজোল ব্লকের মাঝড়া অঞ্চলের শরৎপল্লি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত।
পারিবারিক বিবাদের জেরে সোমবার ওই মহিলার স্বামী হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় ছেলেও। আর্তনাদ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।