Malda: গ্রিল কেটে ঘরে ঢুকে মুদি ব্যবসায়ীকে গুলি, মাস্ক সরতেই দুষ্কৃতীদের চিনে ফেললেন স্ত্রী

Malda: আহত ব্যবসায়ীর নাম সুমন সাহা (৪৫)। বাড়ি পুরাতন মালদহের সাহাপুর রশিলাদহ এলাকায়। সুমনবাবুর ছেলের অভিযোগ, তাঁদের প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল প্রতিবেশীর সঙ্গে। তাঁরাই সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। তারই প্রতিবাদ করেন তাঁর বাবা।

Malda: গ্রিল কেটে ঘরে ঢুকে মুদি ব্যবসায়ীকে গুলি, মাস্ক সরতেই দুষ্কৃতীদের চিনে ফেললেন স্ত্রী
আহত ব্যবসায়ীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 15, 2024 | 11:43 AM

মালদহ: মালদহে আবারও চলল গুলি। গভীর রাতে বাড়িতে ঢুকে এক মুদির ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই ব্যবসায়ী। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, ব্যবসায়ীর বাঁ-পায়ে গুলি লেগেছে।

আহত ব্যবসায়ীর নাম সুমন সাহা (৪৫)। বাড়ি পুরাতন মালদহের সাহাপুর রশিলাদহ এলাকায়। সুমনবাবুর ছেলের অভিযোগ, তাঁদের প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল প্রতিবেশীর সঙ্গে। তাঁরাই সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। তারই প্রতিবাদ করেন তাঁর বাবা। সেই কারণেই গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি চালায় অভিযুক্তরা।

পরিবারের দাবি, দুষ্কৃতীদের মুখ ঢাকা অবস্থায় ছিল। ঘরে ঢুকেই ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ। আহত ব্যক্তির ছেলে বলেন, “মা দু’জনকে চিনতে পেরেছে। এর আগে জমি নিয়ে ঝামেলা হয়েছিল। ওরা আমাদের পাড়ায় থাকে। এর আগেও বাবাকে হুমকি দিয়েছিল। মাস খানেক পর বাড়িতে ঢুকে আক্রমণ করল। বাড়ির গ্রিল কেটে প্রথমে ঢোকে। তারপর গুলি করে। যখন দেখে গুলি লাগেনি তখন বাঁশ দিয়ে মারধর করে। মাস্ক পরেছিল প্রত্যেকে। তবে মাস্ক সরতেই চিনে ফেলে মা।”