Malda: আমবাগান পাহারা দিচ্ছিলেন, মালদহে প্রৌঢ়কে গলা কেটে খুনের অভিযোগ

Malda: পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাধেশ্যাম ঘোষ নামে (৬৩)। এক ব্যক্তি অন্যের আম বাগান পাহাড়া দিচ্ছিলেন। সেই সময় তাঁকে কয়েকজন এসে হামলা চালায়। ধারাল অস্ত্রের কোপ মারে

Malda: আমবাগান পাহারা দিচ্ছিলেন, মালদহে প্রৌঢ়কে গলা কেটে খুনের অভিযোগ
মালদহে উত্তেজনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 28, 2025 | 10:19 PM

মালদহ: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুনের অভিযোগ। খুন এক প্রৌঢ়। গলায় ধারাল অস্ত্রের কোপ মেরে খুন করা হয়েছে তাঁকে। উত্তেজনা মালদার ইংরেজবাজার থানা এলাকার মহদিপুরে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাধেশ্যাম ঘোষ নামে (৬৩)। এক ব্যক্তি অন্যের আম বাগান পাহাড়া দিচ্ছিলেন। সেই সময় তাঁকে কয়েকজন এসে হামলা চালায়। ধারাল অস্ত্রের কোপ মারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর আগে ওই ব্যক্তির জামাইয়ের সঙ্গে মোথাবাড়ি থানা এলাকার কিছু যুবকের বচসা হয়। তার জেরে এই খুন করা হয়েছে তাকে। ইতিমধ্যেই পুলিশ দু’জনকে আটক করেছে। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তবে এই সংক্রান্ত এখনও কোনও বক্তব্য মেলেনি।

প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পরই ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা প্রায় চরমে পৌঁছেছিল। অনুপ্রবেশ রুখতে কড়া বিএসএফ। বহুবার-বহু জায়গায় আধা সেনা এই অনুপ্রবেশ আটকেছে। এমনকী, পাচার রোখারও চেষ্টা করেছে। বিএসএফ-এর হাতে আটক হয়েছেন নথি ছাড়া এ দেশে আসা একাধিক গ্রামবাসী।