Malda: পুলিশের কাছে খবর ছিল আগেই, তল্লাশি চালাতেই মালদহ থেকে যা উদ্ধার হল কল্পনাও করতে পারবেন না

Malda: প্রাথমিক জেরায় তদন্তকারী অফিসাররা জানতে পারেন, ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচকের এক ব্যক্তির থেকে নিয়ে বিহারে নিয়ে যাচ্ছিল। উল্লেখ্য, জেলায় এই একই ভাবে ব্রাউন সুগার নিয়ে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার হয়েছিলেন এক মহিলা।

Malda: পুলিশের কাছে খবর ছিল আগেই, তল্লাশি চালাতেই মালদহ থেকে যা উদ্ধার হল কল্পনাও করতে পারবেন না
গ্রেফতার তিনজনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 03, 2025 | 4:53 PM

মালদহ: প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার সহ তিন কারবারীকে গ্রেফতার করল মালদহ ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার ভোরে ক্রাইম মনিটরিং গ্রুপ ও ইংরেজবাজার থানার পুলিশ যৌথভাবে স্টেশন রোড এলাকায় হানা দেয়। ডিআরএম অফিস সংলগ্ন এলাকায় তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৫টি প্লাস্টিকের প্যাকেট। ওই প্যাকেটগুলি থেকে ২ কেজি ৫৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন পুলিশকর্মীরা। গ্রেফতার করা হয় তিনি ব্যক্তিকেই। ধৃতদের নাম মহম্মদ মিনাজুল শেখ ওরফে পাপ্পু (২৬), জসিমুদ্দিন মোমিন (৩০) ও করিম মোমিন (২৮)। ধৃতরা কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা।

প্রাথমিক জেরায় তদন্তকারী অফিসাররা জানতে পারেন, ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচকের এক ব্যক্তির থেকে নিয়ে বিহারে নিয়ে যাচ্ছিল। উল্লেখ্য, জেলায় এই একই ভাবে ব্রাউন সুগার নিয়ে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার হয়েছিলেন এক মহিলা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাসিমারার এক বস্তিতে অভিযান চালায় হাসিমারা ফাঁড়ির পুলিশ। সেখানেই এক মহিলার থেকে ১০১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। অভিযুক্ত ব্যক্তি শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা হলেও হাসিমারায় ভাড়া থাকত বলে খবর। বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।