Malda: ভারত-পাক অস্থির পরিস্থিতিতে সীমান্তে চরম সতর্কতা, তার মধ্যেও বড় বুকের পাটা! ‘খোচর’ ASI-এর পরিচয় সামনে আসতেই উদ্বিগ্ন দুঁদে কর্তারা

Malda: পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে মহম্মদ সফিকুল ইসলাম মানিকচক থানার এএসআই। যিনি বালুটোলা পুলিশ ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপর একজন এনভিএফ কর্মী নাম সফিকুল সেখ।

Malda: ভারত-পাক অস্থির পরিস্থিতিতে সীমান্তে চরম সতর্কতা, তার মধ্যেও বড় বুকের পাটা! খোচর ASI-এর পরিচয় সামনে আসতেই উদ্বিগ্ন দুঁদে কর্তারা
গ্রেফতার এএসআইImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 12, 2025 | 4:38 PM

মালদহ: ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতি। এরমধ্যে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নিতে বলেছে নবান্ন। মুখ্যসচিব বৈঠক করে জেলা পুলিশ সুপারদের এ নির্দেশ দিয়েও দিয়েছেন। তার মধ্যে পুলিশের মধ্যে থেকেই যে এই কীর্তি, তা জানা মাত্রই উদ্বিগ্ন প্রশাসন। ব্রাউন সুগার-সহ পুলিশ অফিসার গ্রেফতার।গ্রেফতার পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এএসআই, গ্রেফতার একজন এনডএফও। মালদহের ইংরেজবাজার থানার মিলকি পুলিশ ফাঁড়ির ঘটনা।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে মহম্মদ সফিকুল ইসলাম মানিকচক থানার এএসআই। যিনি বালুটোলা পুলিশ ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপর একজন এনভিএফ কর্মী নাম সফিকুল সেখ।

অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত। ধৃত চার জনকে মালদহ জেলা আদালতে তোলা হয়। ইংরেরবাজার থানার পুলিশ ধৃত চার জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে। মোট ৪০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তাদের কাছে একটি সূত্র মারফত খবর ছিল। সেই মোতাবেক তদন্ত শুরু হয়েছিল। এই চক্রের সঙ্গে আর কোনও বড় মাথা জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এই এএসআই মূলত এই চক্রের তথ্য আদান প্রদানের কাজ করতেন।