
মালদহ: তাঁর নামে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ, মালদহের দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও এক অন্যতম অভিযুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ বাবলু যাদব আত্মসমর্পণ করলেন আদালতে। তৃণমূল নেতা বাবলা সরকার খুনের প্রায় সাত মাস পর আত্মসর্ম্পন করলো বাবলু যাদব। মালদহ আদালতে আত্মসমর্পণ করেন বাবলু। এখনও পর্যন্ত খুনের ঘটনায় ৮জনকে ইংরেজবাজার থানার পুলিশ আগেই গ্রেফতার করেছিল। এই বাবলু যাদব ঘটনার পর থেকে বিহারে গা ঢাকা দিয়েছিল। বাবলু যাদবের নামে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। শনিবার মালদহ আদালতে এসে আত্মসর্ম্পণ করেন। বাবলা সরকার খুনে এখনও পর্যন্ত মোট নয়জন গ্রেফতার করা হল।
ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল ওরফে বাবলাকে দোকানে ঢুকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। মূলত চার জনকে সিসিটিভি ফুটেজে দেখা যায়। কিন্তু এর নেপথ্যেও ছিলেন আরও অনেকে। তদন্তে নেমে বিহারের বাসিন্দা মহম্মদ সামি আখতার, আব্দুল গনি এবং ইংরেজবাজারের টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ ও অমিত রজককে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে। নরেন্দ্রনাথ মালদহ শহরের তৃণমূল সভাপতি ছিলেন। নরেন্দ্রনাথ গ্রেফতার হতেই তৃণমূল তাঁকে দল থেকে বহিষ্কার করে। পুলিশ দাবি করে, নরেন্দ্রনাথ ও স্বপনই এই খুনের মূল চক্রী। এবার আরেক অভিযুক্ত মালদহ আদালতে এসে আত্মসর্ম্পণ করেন। বাবলা সরকার খুনে এখনও পর্যন্ত মোট নয়জন গ্রেফতার করা হল।