Malda: রয়েছে পশু পাচারেরও অভিযোগ, জঙ্গি সন্দেহে মালদহ থেকে গ্রেফতার বাংলাদেশি

Malda: লস্কর ই তৈবার বাংলাদেশের শাখা সংগঠন এই আনসারুল্লা বাংলা টিম। মালদহের হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারিপাড়া ক্যাম্পের জওয়ানদের হাতে ধরা পড়ে ওই যুবক।

Malda: রয়েছে পশু পাচারেরও অভিযোগ, জঙ্গি সন্দেহে মালদহ থেকে গ্রেফতার বাংলাদেশি
জঙ্গি সন্দেহে গ্রেফতারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 24, 2025 | 1:14 PM

মালদহ: জঙ্গি সন্দেহে মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ধৃত বাংলাদেশি। পশু পাচারে যুক্ত থাকার অভিযোগ থাকলেও ধৃত ব্যক্তি বাংলাদেশী জঙ্গি সংগঠন বিশেষ করে আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে অনুমান করা হচ্ছে। চলছে তদন্ত। ধৃতের নাম মহম্মদ সেলিম।

লস্কর ই তৈবার বাংলাদেশের শাখা সংগঠন এই আনসারুল্লা বাংলা টিম।
মালদহের হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারিপাড়া ক্যাম্পের জওয়ানদের হাতে ধরা পড়ে ওই যুবক। বিএসএফের জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি দেওয়ার সময় হঠাৎ দুটি মোষ নিয়ে সিমান্ত এলাকায় এক ব্যক্তিকে দেখতে পায়।

বিএসএফের সন্দেহ হতেই ওই ব্যক্তিকে আটক করে। যদিও আটক করার আগে সে বাধা দেয়।৷ হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। বিএসএফ জওয়ানরা ওই ধৃত পাচারকারি নাম জানতে পারে মহম্মদ সেলিম, বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষা থানার,নওগাঁ জেলায়। ওই যুবক শুধুমাত্র মোষ পাচারে উদ্দেশ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছে এটা মানতে পারছেন না কেন্দ্রীয় গোয়েন্দারা।

তবে বিএসএফের জওয়ানরা একটি ধারাল অস্ত্র, দুটি মোষ উদ্ধার করেছে। টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। কিছু নথি উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদ এর পরে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই হবিবপুর থানার পুলিশ ও বিএসএফ তরফ থেকে যৌথ ভাবেই তফন্ত শুরু করা হয়েছে, সীমান্তে কী উদ্দেশ্যে ওই যুবক এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।