Malda: ‘কপালের নীচে চোখ রাখব না’, চরম বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার

Malda: কেবল মঞ্চ থেকে নয়, সাংবাদিকরা যখন এই বিষয়ে প্রশ্ন করেন, তখনও নিজের বক্তব্যের সমর্থনে একই মন্তব্য করেন তিনি। মালদহের সুজাপুর বিধানসভার জালালপুরে এক পরিযায়ী শ্রমিকের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এহেন মন্তব্য করেন  মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। সরব হয়েছে বিরোধীরা।

Malda: কপালের নীচে চোখ রাখব না, চরম বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার
আব্দুল রহিম বক্সী Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 19, 2025 | 10:45 AM

মালদহ:  SIR নিয়ে বলতে গিয়ে প্রকশ্যে দুই চোখ উপড়ে নেওয়ার হুমকি। আবারও বিতর্কিত মন্তব্য মালদহের তৃণমূল নেতা আবদুল রহিম বক্সীর। তিনি বলেন, “যাঁদের চোখ এই রাজ্যে বাংলাদেশি আছে কিনা তা দেখবে, তাঁদের সেই চোখ দুটো আমরা উপড়ে নেব। কপালের নীচে চোখ রাখব না।”

কেবল মঞ্চ থেকে নয়, সাংবাদিকরা যখন এই বিষয়ে প্রশ্ন করেন, তখনও নিজের বক্তব্যের সমর্থনে একই মন্তব্য করেন তিনি। মালদহের সুজাপুর বিধানসভার জালালপুরে এক পরিযায়ী শ্রমিকের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এহেন মন্তব্য করেন  মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। সরব হয়েছে বিরোধীরা।

দু’দিন আগেই  বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের হুমকি দিয়েছিলেন তিনি। তাতেই বিতর্ক দানা বেঁধেছিল। তারপর আবারও এহেন মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে।

বিজেপি জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “আগে কম কথা বলতেন, লোকে তাও ঠিকঠাক ভাবতেন। এখন যা বলছেন, তাতে হাসির খোরাক হচ্ছেন। ওর কর্মীরাই, আত্মীয়রাই এত হাসাহাসি করছেন, কী বলব! আগে বামফ্রন্ট করতেন, তখন চুপচাপ থাকতেন। এখন যা মুখে আসে, তাই বলেন!”

উল্লেখ্য, গত কয়েক মাসে ‘পুশব্যাক’ বঙ্গ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য সে রাজ্যের পুলিশের কাছে হেনস্থার শিকার হতে হচ্ছে। পরে তাঁদের বাংলাদেশি সন্দেহে পুশব্যাকেরও অভিযোগ উঠেছে। যদিও রাজ্য পুলিশ তৎপরতার সঙ্গে তাঁদের ফিরিয়েও এনেছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতার এহেন বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।