
মালদহ: আবারও ‘খুন’ তৃণমূল কর্মী। ঘটনাস্থল এবারও মালদহ। প্রেমিকার বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী। তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা। খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৬)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের রঙ্গাইপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মী এবং তাঁর প্রেমিকা দুজনেই বিবাহিত। তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও ইসলামপুর গ্রামে ইটভাটায় যাচ্ছিলেন সাদ্দাম। পথে খোকরা গ্রামে প্রেমিকা শালিখা খাতুনের বাড়িতে যান তিনি। প্রতিবেশীরা জানাচ্ছেন, এখানে অবাধ যাতায়াত ছিল সাদ্দামের। যদিও সাদ্দাম এবং প্রেমিকা, সম্পর্কে শ্যালিকা- দুজনেই বিবাহিত বলে জানা গিয়েছে।
প্রেমিকার বাড়ির সামনেই সাদ্দামের মাথা লক্ষ্য করে কেউ গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে মাথার ডান দিকে। রক্তাক্ত অবস্থায় সাদ্দামকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে সাদ্দামের। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কারা, কেন গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সম্পর্কের টানাপোড়েনেই এই খুন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে অবশ্য তৃণমূলের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সোমবারই মালদহে এক তৃণমূল কর্মীকে প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে কোপান হয় বলে অভিযোগ।