Malda: অস্ত্র হাতে ‘দাপাদাপি’, তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

Malda: গত কয়েকদিন ধরে এলাকা দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল মালদহের কালিয়াচকে। এলাকায় অস্ত্র হাতে চলে দুষ্কৃতীদের দাপাদাপি। কিন্তু তারপরও এলাকায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।

Malda: অস্ত্র হাতে দাপাদাপি, তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
সিসিটিভিতে ধরা পড়া ছবি!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 15, 2025 | 6:11 PM

মালদহ: তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করায় প্রতিবাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের ঘটনা। কাঠগড়ায় ওই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ সারিউলের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গত কয়েকদিন ধরে এলাকা দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল মালদহের কালিয়াচকে। এলাকায় অস্ত্র হাতে চলে দুষ্কৃতীদের দাপাদাপি। কিন্তু তারপরও এলাকায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এরই মধ্যে সভাপতির বিরুদ্ধে ওঠে তোলাবাজির অভিযোগ।  একেবারে আগ্নেয়াস্ত্র হাতে নিয়েই তোলাবাজি করা হয়, সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি। তোলাবাজির প্রতিবাদ করায় পাল্টা আক্রান্ত হন প্রতিবাদী। প্রতিবাদী ও তাঁর সঙ্গীদের বাড়ি ভাঙচুর করা হয়, মহিলারাও আক্রান্ত হন বলে অভিযোগ।

পুরো ঘটনা জানিয়ে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তবে যদিও এই সমস্ত অভিযোগ মানতে নারাজ তৃণমূলের এই ব্লক সভাপতি। কালিয়াচকের অভিযুক্ত তৃণমূল নেতা সারিউল সেখ বলেন, “মিথ্যা অভিযোগ করা হচ্ছে। প্রশাসন গোটা বিষয়টি দেখছে। কোথাও কোনও ঝামেলা হয়নি। ” বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিজেপি। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “তৃণমূল মানেই আগ্নেয়াস্ত্র। ছোট থেকে বড় নেতা, কেউ তো আগ্নেয়াস্ত্র ছাড়া ঘোরে না। গুন্ডা নিয়ে রাজনীতি করে, গুন্ডাদেরকেই তাঁরা প্রাধান্য দেয়।”