Malda: মহরমে মেলায় যাচ্ছিল দুই ভাই, রাস্তার ধারে জলভর্তি গর্তে পড়ে মর্মান্তিক পরিণতি

Malda: রাস্তার ধারে গর্তে বৃষ্টির জমা জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের। একজনের পাঁচ বছর, অন্যজনের চার বছর বয়স। মহরমের লাঠি খেলা এবং মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মালদহের রতুয়া থানার দেবীপুর প্রধান পাড়া এলাকার ঘটনা।

Malda: মহরমে মেলায় যাচ্ছিল দুই ভাই, রাস্তার ধারে জলভর্তি গর্তে পড়ে মর্মান্তিক পরিণতি
দুই ভাইয়ের মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 07, 2025 | 4:58 PM

মালদহ:  মহরম, বাড়ির অদূরেই মেলা বসেছে। বিকালের দিকে সেই মেলাতেই যাচ্ছিল দুই ভাই। এদিকে, ক্রমাগত বৃষ্টি হচ্ছে। বাড়ির সামনে জল কাদা। কিন্তু শিশুমন কী তা মানে! দুই ভাই হাত ধরে বেরিয়ে গিয়েছিল মেলায় যাওয়ার জন্য।

রাস্তার ধারে গর্তে বৃষ্টির জমা জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের। একজনের পাঁচ বছর, অন্যজনের চার বছর বয়স। মহরমের লাঠি খেলা এবং মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মালদহের রতুয়া থানার দেবীপুর প্রধান পাড়া এলাকার ঘটনা।

পুলিশ জানিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম এসকে আয়াত (৫) এবং এস কে ফাইজান (৪)। স্থানীয় একটি স্কুলে নার্সারি ও কেজি ওয়ানে পড়াশোনা করত তারা। বাড়ির পাশেই এই দুই শিশু সম্পর্কে দাদাভাই মহররমের লাঠি খেলা এবং মেলা দেখতে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তার ধারে থাকা একটি তিন ফিটের গর্তে পড়ে যায় ।

গত দুদিন বৃষ্টি হওয়ায় গর্তে জল জমেছিল। ফলে সেখানে পড়েই জলে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর জমা জলের সেই গর্তে এক শিশুর হাত ভাসতে দেখে বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। এরপর দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।