Malda: হাতমুখ বেঁধে কোপের পর কোপ! স্বামীকে ‘খুনে’র পর আত্মসমর্পণ স্ত্রীর

Malda: পুলিশ এই ঘটনায় মৃতের স্ত্রী দয়া দাস এবং তাঁর সৎ ছেলে বিক্রম মণ্ডলকে  গ্রেফতার করেছে।  তদন্তে পুলিশ জানতে পেরেছে, যদুভূষণের দ্বিতীয় পক্ষের স্ত্রী দয়া। আর দয়ার ছেলে বিক্রম। পারিবারিক ও সম্পত্তি নিয়ে যদুভূষণের সঙ্গে স্ত্রী ও সৎ ছেলের ঝামেলা হচ্ছিল।

Malda:  হাতমুখ বেঁধে কোপের পর কোপ! স্বামীকে খুনের পর আত্মসমর্পণ স্ত্রীর
যে বাড়িতে খুন করা হয়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 18, 2025 | 3:40 PM

মালদহ: হাতমুখ বেঁধে কোদাল দিয়ে কুপিয়ে, হাঁসুয়া দিয়ে কোপের পর কোপ! স্বামীকে  নৃশংসভাবে খুনের পর থানায় আত্মসমর্পণ স্ত্রী ও দ্বিতীয় পক্ষের ছেলের। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদহের ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস।

পুলিশ এই ঘটনায় মৃতের স্ত্রী দয়া দাস এবং তাঁর সৎ ছেলে বিক্রম মণ্ডলকে  গ্রেফতার করেছে।  তদন্তে পুলিশ জানতে পেরেছে, যদুভূষণের দ্বিতীয় পক্ষের স্ত্রী দয়া। আর দয়ার ছেলে বিক্রম। পারিবারিক ও সম্পত্তি নিয়ে যদুভূষণের সঙ্গে স্ত্রী ও সৎ ছেলের ঝামেলা হচ্ছিল। রবিবার রাতে সেই অশান্তি চরমে ওঠে।

অভিযোগ,  গতরাতে সৎ ছেলে এবং স্ত্রী মিলে যদুভূষণকে নৃশংসভাবে খুন করে। প্রথমে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করা হয়। এরপর কোদাল এবং হাঁসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয়। এরপর রক্তাক্ত দেহ টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে ইংরেজবাজার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্ত্রী,পুত্র।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জেরা করা হচ্ছে।