Malda: বোরখা সরাতেই বেরিয়ে এল একে একে…, বড়সড় চক্র ফাঁস পুলিশের

Malda: মহিলার বাড়ি বিহারের সীমান্তবর্তী এলাকাতেই। জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর হয়ে ওই মহিলা যাচ্ছিলেন বিহারের মানিয়া এলাকায়।

Malda: বোরখা সরাতেই বেরিয়ে এল একে একে..., বড়সড় চক্র ফাঁস পুলিশের
Image Credit source: Meta AI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 22, 2025 | 10:38 AM

মালদহ: বোরখার আড়ালে মদ পাচার! বাংলা থেকে বিহার, মদ পাচারের একেবারে নতুন পন্থা! কখনও অ্যাম্বুল্যান্সে, কখনও তেলের ট্যাঙ্কারে করে মদ পাচারের অভিযোগ আগেও উঠছে। আর এবার বোরখার আড়ালে চলছে কারবার! সেই ছবিই ধরা পড়ল TV9 বাংলার হাতে।

অভিযোগ, মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিহারে পাচার হচ্ছিল মদ। ধরা পড়ে গেল কাটিহার রেল পুলিশের হাতে। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা হল বিহার ঘেঁষা। ২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকেই হরিশ্চন্দ্রপুর হয়ে বিহারে মদ পাচার হয়ে চলেছে বলে অভিযোগ।

এবার সেই পাচারের তল্লাশি চালাতে গিয়ে এক মহিলাকে গ্রেফতার করেছে কাটিহার রেল পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একগুচ্ছ মদের বোতল। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক যুবককেও। ধৃতদের আসল নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার শরীরের বিভিন্ন জায়গায় লুকনো ছিল মদের বোতল। যুবকের নাম এখনও জানায়নি বিহার পুলিশ।

মহিলার বাড়ি বিহারের সীমান্তবর্তী এলাকাতেই। জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর হয়ে ওই মহিলা যাচ্ছিলেন বিহারের মানিয়া এলাকায়। সেখানেই হাত বদল করার কথা ছিল মদের বোতলগুলো। বিহার পুলিশ সূত্রে খবর, এর সঙ্গে বড় চক্র জড়িত আছে।

পুলিশের দাবি, এই চক্র মদ পাচারের জন্য মহিলাদের ব্যবহার করছে। বিশেষ করে দরিদ্র মহিলাদের টাকার লোভ দেখিয়ে মদ পাচার করানো হচ্ছে বলেও দাবি পুলিশের।