Malda: ভাইয়ের সঙ্গে পালিয়েছে স্ত্রী! ভরা রাস্তায় ঘটল রক্তারক্তিকাণ্ড

Malda: নিজেরই দুঃসম্পর্কের ভাইয়ের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। ভাইকে চাকু দিয়ে প্রকাশ্যে কোপের পর কোপ। পালটা আক্রমণ অন্যজনেরও। আহত যুবকের নাম একরামুল হক (২৬), বাড়ি চাঁচোল থানার চাঁদুয়া দামাইপুর গ্রামে।

Malda: ভাইয়ের সঙ্গে পালিয়েছে স্ত্রী! ভরা রাস্তায় ঘটল রক্তারক্তিকাণ্ড
হাসপাতালে আক্রান্ত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 06, 2025 | 5:31 PM

মালদহ: প্রকাশ্যে লড়ছে দুই যুবক। হাতে ছুরি। একে অপরকে ছুরি দিয়ে ক্রমাগত কুপিয়ে যাচ্ছে, সারা শরীর ক্ষতবিক্ষত। প্রত্যাক্ষদর্শীরা ভয়ে তাঁদের আলাদাও করতে পারছিলেন না প্রথমে। পাছে তাঁরাই না আহত হয়ে যান! কোনওক্রমে আলাদা করা হয় দুজনকে। রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদহের সামসিতে। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কিন্তু কেন? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা।

নিজেরই দুঃসম্পর্কের ভাইয়ের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। ভাইকে চাকু দিয়ে প্রকাশ্যে কোপের পর কোপ। পালটা আক্রমণ অন্যজনেরও। আহত যুবকের নাম একরামুল হক (২৬), বাড়ি চাঁচোল থানার চাঁদুয়া দামাইপুর গ্রামে। অভিযুক্ত মাসুম (২৮) খানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা। একরামুলের দূঃসম্পর্কের মামাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান। সেই পুরনো বিবাদের জেরে সামসি গ্রামীণ হাসপাতালের সামনে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় । অভিযোগ, বচসার মাঝেই মাসুম চাকু দিয়ে একরামুলকে একাধিকবার আঘাত করেন। পালটা হামলা চালান একরামূলও।

স্থানীয় বাসিন্দারা তাঁদের দু’জনকেই উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে সামসি ফাঁড়ির পুলিশ।