মালদহ: ভোট দিয়ে আর বাড়ি ফিরলেন না। রাস্তাতেই উধাও ব্যক্তি। গত রবিবার থেকে নিখোঁজ এক বৃদ্ধ। মালদহের সামসিতে কৃষি সমবায় ব্যাঙ্কের ভোটে রবিবার থেকে উত্তপ্ত ছিল এলাকা। তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে জোট সমর্থিত প্রার্থীদের মারধরের অভিযোগ ওঠে। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় অস্ত্র, পরিস্থিতি সামাল দিতে নামে র্যাফ। সিপিআইএম, কংগ্রেসের নেতাদের ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করা হয়। এই পরিস্থিতিতে ভোট দিয়ে ফেরার পথেই উধাও হন সেলিম কুরেশি নামে এক ব্যক্তি ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলিমের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুরের রামশিমূল গ্রামে। গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি। পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। এরপর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও ক্লু পায়নি পুলিশও। জানা গিয়েছে, রবিবার সামসিতে ছিল কৃষি সমবায় সমিতির ভোট। স্থানীয় এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের সঙ্গে ভোট দিতে যান ওই বৃদ্ধ। ভোট দেওয়ার পর সামসি রেল স্টেশনে ট্রেন ধরতে বেরিয়ে যান বলেও শেষ পর্যন্ত পরিবারের কাছে খবর আসে। এরপর থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না। পরিবারের লোকেরা হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
পরিবারের এক মহিলা সদস্য বলেন, “রবিবার আমাদের বাড়িতে এক জন আসেন, ভোট দিতে নিয়ে যাচ্ছি বলে ওঁকে নিয়েও যান। তারপর তাঁকে সামসি স্টেশনে ছেড়ে দেন বলে আমাদের জানান। কিন্তু এখন চার দিন হয়ে গেল, কোনও খোঁজ পাচ্ছি না। সামসির আশপাশের স্টেশনগুলোতেও খোঁজ নিয়েছি। কোথাও থেকে কোনও খবর পাচ্ছি না।”