Maldah: বাড়িতে ঢুকে বিধবাকে ‘ধর্ষণের চেষ্টা’, ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ চিরে দিলেন নির্যাতিতা

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 30, 2024 | 11:49 AM

Maldah: হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ২ নম্বর ব্লকের একটি গ্রামের ওই গৃহবধূর স্বামীর মৃত্যু হয়েছে কয়েক বছর আগেই। তিনি কাঁথা বুনে সংসার চালান। তাঁর তিন সন্তান রয়েছে। রবিবার রাতে তিন সন্তানকে নিয়েই ঘরে ঘুমিয়ে ছিলেন নির্যাতিতা।

Maldah: বাড়িতে ঢুকে বিধবাকে ধর্ষণের চেষ্টা, ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ চিরে দিলেন নির্যাতিতা
নিগৃহীতা মহিলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ:  ফাঁকা বাড়িতে ঢুকে এক বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। আত্মরক্ষার্থে বিছানার পাশে রাখা ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ চিরে দিলেন নিগৃহীতা। প্রাণ হাতে নিয়ে পালালেন অভিযুক্ত। ঘটনার পর  থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। মালদার তুলসিহাটার পর আবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ২ নম্বর ব্লকের একটি গ্রামের ওই গৃহবধূর স্বামীর মৃত্যু হয়েছে কয়েক বছর আগেই। তিনি কাঁথা বুনে সংসার চালান। তাঁর তিন সন্তান রয়েছে। রবিবার রাতে তিন সন্তানকে নিয়েই ঘরে ঘুমিয়ে ছিলেন নির্যাতিতা। অভিযোগ, সে সময়ে অভিযুক্ত যুবক ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। অভিযুক্ত তাঁর প্রতিবেশী বলে দাবি নির্যাতিতার। মহিলার দাবি, অনেক ধস্তাধস্তির পর ধর্ষণে বাধা দিতে গিয়ে তিনি বিছানার পাশে রাখা ব্লেড দিয়ে ওই যুবকের যৌনাঙ্গে আঘাত করেন।

গৃহবধূর চিৎকারে রক্তাক্ত যুবক পালিয়ে যান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। ইতিমধ্যেই এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ।  হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনার অভিযোগ জমা পড়েছে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article