Maldah BMOH: এটা নাকি স্বাস্থ্য বিষয়ক সরকারি বৈঠক! স্বাস্থ্য কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকই

Maldah BMOH: জানা গিয়েছে, গত ১৪ফেব্রুয়ারি মানিকচক ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশা কর্মী ও অন্যান কিছু স্বাস্থ্য কর্মীদের সঙ্গে সরকারি বৈঠক করেন।

Maldah BMOH: এটা নাকি স্বাস্থ্য বিষয়ক সরকারি বৈঠক! স্বাস্থ্য কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন  মুখ্য স্বাস্থ্য আধিকারিকই
মালদার বিতর্কে বিএমওএইচ

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 23, 2023 | 10:15 AM

মালদা: স্বাস্থ্য দফতরে স্বাস্থ্য বিষয়ক সরকারি বৈঠকে তৃণমূল নেতাদের ডেকে স্বাস্থ্য কর্মীদের তৃণমূলে যোগদান করাচ্ছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। হাতে তুলে দিচ্ছেন দলীয় পতাকা। সরকারি হাসপাতালে তথা স্বাস্থ্য দফতরের মধ্যে সরকারি বৈঠকে এমন কাণ্ড। আর সেই ছবি ভাইরাল। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে স্বাস্থ্য দফতরের মধ্যে সরকারি স্বাস্থ্য বিষয়ক বৈঠকে দলীয় পতাকা সহ তৃণমূল নেতারা হাজির। স্বাস্থ্য কর্মী, আশা কর্মীদের হাতে দলের পতাকা তুলে যোগদান করানো হচ্ছে। মানিকচক ব্লক হাসপাতালের এই ছবি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জবাব তলব করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসতে সরব বিরোধীরাও। মালদার মানিকচক ব্লক হাসপাতালে বিক্ষোভে সামিল বিজেপি। মুখ স্বাস্থ্য আধিকারিকের অপসারণের দাবি তুলেছে বিজেপি।

জানা গিয়েছে, গত ১৪ফেব্রুয়ারি মানিকচক ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশা কর্মী ও অন্যান কিছু স্বাস্থ্য কর্মীদের সঙ্গে সরকারি বৈঠক করেন। কিন্তু সেখানে সেই বৈঠকের মধ্যেই মুখ্য স্বাস্থ্য আধিকারিক অভীক শঙ্কর কুমার নাকি ঘনিষ্ঠতা দেখিয়েই তৃণমূল নেতাদের ডাকেন এবং সরকারি ভবনে সেই সরকারি বৈঠকের মধ্যেই ব্লক তৃণমূল নেতাদের উপস্থিতিতে স্বাস্থ্য কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে যোগদান করান।

দৃশ্যত বিব্রত হয়ে পড়েন অনেক স্বাস্থ্য কর্মী। এই ছবি ভাইরাল হতেই ক্ষুব্ধ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা দ্রুত জবাব চেয়েছেন। জেলা প্রশাসনের তরফে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি এই ঘটনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি। পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে।

দক্ষিণ মালদা বিজেপি যুব মোর্চা সভাপতি শুভঙ্কর চম্পটি বলেন, “বিএমওএইচ দাঁড়িয়ে থেকে আশাকর্মীদের তৃণমূলের জয়েন করিয়েছেন। এটা অনৈতিক। আমরা বিডিওকে বিষয়টা জানিয়েছি। এরপর ব্লক, জেলাস্তরে আন্দোলন করব।”

তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু বলেন, “হ্যাঁ বিএমওএইচ এরকম করেছেন। আশাকর্মীরা যোগদান করেছেন। কিন্তু ওই বৈঠকে কেন হল সেটা বলতে পারছি না।” যদিও বিএমওএইচ-এর কোনও বক্তব্য পাওয়া যায়নি।