Maldah: ইটবৃষ্টি, একাধিক বাড়িতে আগুন, সংঘর্ষে তপ্ত মানিকচকের চণ্ডীপুর

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 08, 2024 | 6:07 PM

Maldah: উল্লেখ্য মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় আবাস যোজনার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করেন। অভিযোগ, তাতে তৃণমূল নেতার হাতে হন আক্রান্ত হন দানেশ আলি নামে এক যুবক।

Maldah: ইটবৃষ্টি, একাধিক বাড়িতে আগুন, সংঘর্ষে তপ্ত মানিকচকের চণ্ডীপুর
উত্তপ্ত মানিকচক
Image Credit source: TV9 Bangla

Follow Us

 মালদহ:  সিপিএম এবং তৃণমূল সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত মালদহের মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর। সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বলে অভিযোগ। ইট পাটকেল নিয়ে চলে দু’পক্ষের মারামারি। জানা গিয়েছে,  এই ঘটনায় দুই পক্ষের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় একাধিক মোটরবাইকও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার বিশাল বাহিনী। পরে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নতুন করে এই ঘটনায় হতাহতের খবর নেই।
উল্লেখ্য মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় আবাস যোজনার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করেন। অভিযোগ, তাতে তৃণমূল নেতার হাতে হন আক্রান্ত হন দানেশ আলি নামে এক যুবক। আক্রান্ত যুবক দানেশ আলি সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গিয়েছে।

আক্রান্তের অভিযোগ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলি। এই তৃণমূল নেতা সহ তার পরিবারের আরও ১২ জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম আসে। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দু’সপ্তাহ আগে দানেশ আলি মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় রবিবার সকালে দানেশকে একা পেয়ে আবির-সহ ১০ থেকে ১৫ জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে। চাকু-সহ হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় তাঁকে। আর এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Next Article