Firing: নাবালিকাকে পালাতে সাহায্য করেই কি এমন বিপদ? কালিয়াচকে গুলিবিদ্ধ যুবক

Maldah: অভিযোগ, এরপরই পবনদের বাড়িতে একদল যুবক হামলা করে। দলে ৬-৭ জন ছিলেন বলে দাবি করেন পবনের ভাই চিরঞ্জিৎ মণ্ডল। সোমবার তাঁরা বাড়িতেই ছিলেন। অভিযোগ, আচমকাই অভিযুক্তরা বাড়িতে এসে পকেট থেকে বন্দুক বের করে গুলি চালিয়ে দেয়।

Firing: নাবালিকাকে পালাতে সাহায্য করেই কি এমন বিপদ? কালিয়াচকে গুলিবিদ্ধ যুবক
গুলিবিদ্ধ যুবক। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Nov 06, 2023 | 8:26 PM

মালদহ: আচমকাই বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হলেন এক যুবক। মালদহের কালিয়াচক থানার উজিরপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গুলিবিদ্ধ ওই যুবকের নাম পবন মণ্ডল। বছর তেইশ বয়স। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার এলাকারই এক নাবালিকা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। অভিযোগ, সেই নাবালিকাকে পালিয়ে যেতে পবনের ভাই সাহায্য করে বলে সন্দেহ অনেকের।

অভিযোগ, এরপরই পবনদের বাড়িতে একদল যুবক হামলা করে। দলে ৬-৭ জন ছিলেন বলে দাবি করেন পবনের ভাই চিরঞ্জিৎ মণ্ডল। সোমবার তাঁরা বাড়িতেই ছিলেন। অভিযোগ, আচমকাই অভিযুক্তরা বাড়িতে এসে পকেট থেকে বন্দুক বের করে গুলি চালিয়ে দেয়।

ভাইকে ‘টার্গেট’ করা হয়েছে বুঝে এগিয়ে আসেন দাদা পবন। অভিযোগ, সে সময়ই ডান পায়ে গুলি লাগে তাঁর। যদিও এই ঘটনা নিয়ে একটিও কথা বলতে চাননি পবন। তাঁর বাবা বলেন, তিনি ঘটনার সময় বাড়ি ছিলেন না। তবে চিরঞ্জিৎ বলেন, “আমরা বাড়িতেই বসেছিলাম। হঠাৎ ৬-৭ জন এসে একেবারে বন্দুক বের করে গুলি চালিয়ে দিল। আমাকেও মাথায় মেরেছে। কী নিয়ে ঝামেলা কিছুই বুঝলাম না।” তাঁরও ভ্রু-এর উপরে আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।