Maldah Gun Shot: টাকা পয়সা নিয়ে বিবাদ, মালদায় রাতে গুলিবিদ্ধ ঠিকাদার

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 28, 2023 | 12:02 PM

Maldah Gun Fire: সেই বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শামসুল হক কালিয়াচকের দারিয়াপুর এলাকায় এসেছিলেন বলে খবর। সেই সময় অভিযুক্ত যুবক রেজাউল হক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

Maldah Gun Shot:  টাকা পয়সা নিয়ে বিবাদ, মালদায় রাতে গুলিবিদ্ধ ঠিকাদার
প্রতীকী ছবি

Follow Us

মালদা: ফের মালদায় রাতের অন্ধকারে চলল গুলি। এইবারে গুলিবিদ্ধ হলেন এক পরিযায়ী শ্রমিক। এখন চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার দারিয়াপুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ শ্রমিকের নাম শামসুল হক (৩০)। বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। অভিযুক্তের নাম রেজাউল হক বাড়ি কালিয়াচক থানার চাঁদপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই শামসুল হকের সঙ্গে অভিযুক্ত যুবক রেজাউল হকের ভিন রাজ্যের শ্রমিক পাঠানো নিয়ে একটা সমস্যা চলছিল। দুই ঠিকাদার শ্রমিকের মধ্যে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে বিবাদ দীর্ঘদিনের।

সেই বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শামসুল হক কালিয়াচকের দারিয়াপুর এলাকায় এসেছিলেন বলে খবর। সেই সময় অভিযুক্ত যুবক রেজাউল হক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি গিয়ে লাগে শামসুল হকের বাম পায়ে। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তড়িঘড়ি গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

রাতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি গুলিবিদ্ধ শ্রমিক ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তাঁদের থেকেই আরও কোনও ‘ক্লু’ পেতে চাইছেন তাঁরা। কেবলই টাকা পয়সার সমস্যা, নাকি এর পিছনে আরও কোনও কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article