মালদহ: কালিয়াচকের নওদায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। এবার দুষ্কৃতীদের ধরতে ড্রোনের সাহায্য নিল পুলিশ। ড্রোন ওড়াল ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরের এক বিস্তৃত মাঠ এলাকায়। তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তাঁর ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারুদ্দিন শেখ এখনও চিকিৎসাধীন। বুধবার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত জাকির সেখ এখনও পলাতক রয়েছে। তাঁকে-সহ অন্যান্য দুষ্কৃতীদের ধরতে বুধবার পুলিশের পক্ষ থেকে স্নিফার ডগ নামানো হয়।
স্নিফার ডগ দিয়ে ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালানো হয়। প্রশিক্ষিত পুলিশ কুকুর ঘটনাস্থল থেকে গন্ধ শুঁকে প্রায় চার কিলোমিটার দূরে জালালপুরের বালুয়াচড়া এলাকায় গিয়ে থেমে যায়। তাই পলাতক দুষ্কৃতীরা। জালালপুরের বালুয়াচরা এলাকায় আত্মগোপন করে কোন ডেরায় রয়েছে বলে পুলিশ অনুমান করে। সেই মতো আত্মগোপনে থাকা দুষ্কৃতীদের ধরতে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়।
মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে খুনের ঠিক ১২ দিনের মাথায় কালিয়াচকে নৃশংস খুনের ঘটনা ঘটে। তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে। সেই নৃশংসতার দৃশ্য সামনে এসেছে। ঘটনায় মূল অভিযুক্ত জাকির শেখ। তাঁকে কেন এখনও গ্রেফতার করা গেল না, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।