Maldah Recruitment Scam: লক্ষাধিক টাকা দিয়ে মেলেনি চাকরি, অভিযুক্তকে গাছে বেঁধে মার মালদহে

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 30, 2023 | 4:58 PM

Maldah Recruitment Scam: বৃহস্পতিবার এই মালদহেই প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্রকে হেনস্থার অভিযোগ ওঠে। কলার ধরে স্বপনবাবুকে হেনস্থা করা হয়। সেই ঘটনার দু'দিন পর উত্তেজনা ছড়াল হবিবপুরে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম মোহোন সরকার। গত পঞ্চায়েত নির্বাচনের আগের নির্বাচনে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন। পরে দলের থেকে দূরত্ব বেড়ে যায়।

Maldah Recruitment Scam: লক্ষাধিক টাকা দিয়ে মেলেনি চাকরি, অভিযুক্তকে গাছে বেঁধে মার মালদহে
মালদহে অভিযুক্তকে গাছে বেঁধে মারধর
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: আইসিডিএস সহ বিভিন্ন জায়গায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ। অভিযুক্তের বিচার করতে গ্রামে বসানো হল সালিশি সভা। অভিযোগ, এরপর বাঁশে বেঁধে মারধর। মালদহর হবিবপুরের ঘটনা।

বৃহস্পতিবার এই মালদহেই প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্রকে হেনস্থার অভিযোগ ওঠে। কলার ধরে স্বপনবাবুকে হেনস্থা করা হয়। সেই ঘটনার দু’দিন পর উত্তেজনা ছড়াল হবিবপুরে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম মোহোন সরকার। গত পঞ্চায়েত নির্বাচনের আগের নির্বাচনে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন। পরে দলের থেকে দূরত্ব বেড়ে যায়।

অভিযোগকারী চাকরিপ্রার্থী বলেন, “এই লোকটা ব্যবসার জন্য কিছু টাকা নিয়েছিল। চাকরির জন্য কিছু টাকা নিয়েছিল। ওর কাছ থেকে ছত্রিশ লক্ষ টাকা পাব। কিছুই পাইনি।” যদিও, অভিযুক্তের দাবি, “ব্যবসার জন্য টাকা নিয়েছিলাম। সেই টাকা ফেরত দিতে পারিনি। তাই আমায় বেঁধে রেখেছে। উনি মোট ২৪ লক্ষ টাকা পাবেন।”

প্রসঙ্গত, টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ আজকের নয়। এমন অভিযোগ ভুরি-ভুরি উঠে এসেছে। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে জেলে দিন কাটাচ্ছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্রর বিরুদ্ধে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, স্বপন মিশ্রকে মারধর করার পাশাপাশি দেওয়া হয় হুমকি।

Next Article